স্যানিটারি ন্যাপকিন বিতর্কে নুসরাত তাবাসসুমের মন্তব্য সংযুক্ত করে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

নারীদের প্রয়োজন ও সচেতনতা বৃদ্ধির কথা ভেবে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে প্রাণ- আরএফএল গ্রুপের স্বাস্থ্য সুরক্ষা পণ্য ব্র্যান্ড ‘স্টে-সেফ’ স্যানিটারি ন্যাপকিন প্রদর্শন করা হয়। স্যানিটারি ন্যাপকিনকে গোপন পণ্য বলে আখ্যা দিয়ে এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধে দাবি ওঠে৷ এই আপত্তির ভিত্তিতে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান প্রদর্শনী ও বিক্রি বন্ধ করে অন্য কোনও পণ্য সেখানে উপস্থিত করতে প্রাণ- আরএফএলকে বাংলা একাডেমির দেওয়া চিঠি নিয়ে বিতর্ক ওঠে৷ এই প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম এই বিষয়টির সমালোচনা করে একটি ফেসবুক পোস্ট করেন। উক্ত পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে ‘অনলাইনে চলছে নুসরাত তাবাসসুমের জরায়ু অপারেশনের জন্য ফান্ড সংগ্রহ’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতর্কে নুসরাত তাবাসসুমের পোস্ট নিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ‘অনলাইনে চলছে নুসরাত তাবাসসুমের জরায়ু অপারেশনের জন্য ফান্ড সংগ্রহ’ শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ উল্লেখ করা রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে  প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, প্রথম আলোর ওয়েবসাইটইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে উক্ত দাবি সম্বলিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

Comparison: Rumor Scanner 

এছাড়াও, আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে প্রথম আলোর প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে। মূলত, প্রথম আলোর ফটোকার্ডের আদলে লোগো ও নাম ব্যবহার করে উক্ত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, নুসরাত তাবাসসুমের বক্তব্যের স্ক্রিনশট সংযুক্ত করে “অনলাইনে চলছে নুসরাত তাবাসসুমের জরায়ু অপারেশনের জন্য ফান্ড সংগ্রহ” শীর্ষক প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img