গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য “এমন ট্যাক্স অব্যাহতির চিত্র আগে কখনো দেখিনি, এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি হুমকির মুখে আছে বলা যায়”। শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি দেবপ্রিয় ভট্টাচার্য করেননি এবং প্রথম আলোও আলোচিত ফটোকার্ডটি প্রচার করেনি। মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলোর ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে দেবপ্রিয় ভট্টাচার্যের নামে বানোয়াট এই মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখে রিউমর স্ক্যানার টিম। উক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১২ অক্টোবর ২০২৪ তারিখ উল্লেখ করতে দেখা যায়। অতঃপর প্রথম আলোর ফেসবুক পেজওয়েবসাইট অনুসন্ধান করলে উক্ত দাবিতে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

উক্ত দাবিতে প্রথম আলো এরকম কোনো ফটোকার্ড প্রকাশ করেছে কি না তা জানতে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে প্রথম আলোর অনলাইন হেড শওকত হোসাইন মাসুমের সাথে। তিনি জানান, প্রথম আলো উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। উক্ত ফটোকার্ডটি ভুয়া।

পাশাপাশি, রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে দেবপ্রিয় ভট্টাচার্যের সাথেও। তিনিও জানান, প্রচারিত দাবিটি মিথ্যা। তিনি এরকম কোনো মন্তব্য করেননি, বিশেষ করে গ্রামীণ ব্যাংক সম্পর্কে। 

এদিকে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজেও আলোচিত ফটোকার্ডটি সম্পর্কে একটি পোস্ট করে জানানো হয়, প্রথম আলোর নামে প্রকাশিত উক্ত ফটোকার্ডটির তথ্য ও কার্ডটি ভুয়া। প্রথম আলো উক্ত ফটোকার্ডটি প্রকাশ করেনি। 

সুতরাং, গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্যকে উদ্ধৃত করে ‘এমন ট্যাক্স অব্যাহতির চিত্র আগে কখনো দেখিনি, এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতি হুমকির মুখে আছে বলা যায়’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট ও ভুয়া। 

তথ্যসূত্র

  • Prothom Alo – Facebook Post
  • Statement of Showkot Hossain Masum, Online Head, Prothom Alo
  • Statement of Debapriya Bhattacharya
  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img