যুবদলের নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে অব্যাহতি দেওয়ার দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

যুবদলের নেতাকে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে অব্যাহতি দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরং আলোচ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

অনুসন্ধানের শুরুতে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে এটি প্রকাশের তারিখ হিসেবে  গত ৭ সেপ্টেম্বর এর কথা উল্লেখ পাওয়া যায়।

অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজ গত ৭ সেপ্টেম্বর এমন কোন প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশিয় কোনো গণমাধ্যমেও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে অব্যাহতি দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফেসবুক পেজে গতকাল(৮সেপ্টেম্বর) প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুলে উল্লেখ করে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন কে অব্যাহতি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি ভূয়া ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি, তাই সবাইকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।

Screenshot: Facebook

সুতরাং, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে অব্যাহতি দেওয়া হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Bangladesh Nationalist Youth Party – Facebook Post
  • Statement from Miftahul Islam Pantho
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img