সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নোয়াখালী জেলা শাখার ৪ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে দাবিতে একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী জেলা শাখার ৪ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা দিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপি কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বরং আলোচ্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস বিজ্ঞপ্তিটি পর্যবেক্ষণ করে এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ ডিসেম্বর ২০২৪ এর উল্লেখ পাওয়া যায়। উক্ত তারিখের সূত্র ধরে বিএনপির দুইটি ফেসবুক পেজ Bangladesh Nationalist Party-BNP ও BNP Media Cell পর্যবেক্ষণ করে ২৬ ডিসেম্বর তারিখে প্রকাশিত এ সংক্রান্ত কোনো প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি৷
পরবর্তীতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে গত ২৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত প্রেস বিজ্ঞপ্তির সাথে আলোচিত দাবিতে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তির “কুড়িগ্রাম”, ০৫ (পাঁচ), নামসমূহ এবং “২৩ ডিসেম্বর ২০২৪” ব্যতিত বাকি অংশের দৃশ্যমান মিল পাওয়া যায়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষরিত উক্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার ০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে হয়েছে।
অর্থাৎ, বিএনপির কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পাদনা করেই আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
তাছাড়া, গত ২৭ ডিসেম্বর বিএনপি মিডিয়া সেল এর ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির নোয়াখালী জেলা কমিটির আলোচিত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়৷
সুতরাং, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নোয়াখালী জেলা শাখার ৪ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- BNP Media Cell – Facebook Post