ভারতীয় অভিনেত্রীর ছবিকে সাকিব আল হাসানের স্ত্রীর ভাইরাল ছবি দাবিতে প্রচার

সম্প্রতি, “সাকিব আল হাসান এর স্ত্রীর ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল” শিরোনামে তিনটি ছবির কোলাজ ফেসবুকে প্রচার করা হয়েছে। যেখানে সাকিব আল হাসানের জার্সি পরিহিত একটি ছবি এবং তার বিয়ের সময়ের একটি কাপল ছবির সাথে বিকিনি পরিহিত একটি ছবি যুক্ত করে সেই ছবিটিকেও সাকিব আল হাসানের স্ত্রীর ছবি হিসেবে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসান এর স্ত্রীর ভাইরাল ছবি দাবিতে প্রচারিত তিন ছবির কোলাজে থাকা বিকিনি পরিহিত ছবিটি সাকিব আল হাসান এর স্ত্রীর ছবি নয় বরং সেটি ভারতীয় অভিনেত্রী ও মডেল শামা সিকান্দারের একটি ছবি। ভারতীয় অভিনেত্রী শামা সিকান্দারের একটি ছবি সংগ্রহ করে সেটি সাকিব আল হাসান ও তার স্ত্রীর ছবির সাথে কোলাজ করে ছবিটিকে সাকিব আল হাসানের স্ত্রীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম India.com এ “Shama Sikander Bikini And Swimwear Pictures” শিরোনামে প্রকাশিত একটি ফটো স্টোরিতে বিকিনি পরিহিত হুবুহু একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায় এটি শামা সিকান্দার নামের একজন ভারতীয় অভিনেত্রীর ছবি।

Screenshot: india.com

INDIAHERALD.COM নামের অপর একটি ভারতীয় পোর্টালেও “Shama Sikander Hot Sizzling Stills” শিরোনামে ২০২০ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ঐ একই ছবি খুঁজে পাওয়া যায়। সেখান থেকেও ছবিটি শামা সিকান্দার নামের একজন ভারতীয় অভিনেত্রীর বলে জানা যায়।

Screenshot: INDIAHERALD.COM

পরবর্তীতে শামা সিকান্দারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসন্ধানে একই ছবিটি খুঁজে পাওয়া যায়। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ঐ ছবিটি তিনি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন। 

Screenshot : Shama Sikander/Instagram 

মূলত, ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ছবি এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সাথে তার বিয়ের সময়ের একটি ছবির সাথে শামা সিকান্দার নামের একজন ভারতীয় অভিনেত্রীর বিকিনি পরিহিত অপর একটি ছবি কোলাজ করে সেই ছবিটিকে সাকিব আল হাসানের স্ত্রীর ভাইরাল ছবি দাবিতে প্রচার করা হয়েছে।  

সুতরাং, ভারতীয় মডেল শামা সিকান্দারের একটি ছবিকে সাকিব আল হাসানের স্ত্রী ভাইরাল ছবি হিসেবে প্রচার করার বিষয়টি মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img