চলচ্চিত্র নির্মাতা ফারুকীকে জড়িয়ে চ্যানেল২৪ ও ঢাকা পোস্টের নামে ভুয়া ফটোকার্ড 

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। এরই মধ্যে, ‘বৌ বিক্রি করে উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারকী’ শীর্ষক শিরোনামে ‘চ্যানেল ২৪’ এবং ‘বৌ ব্যবসায়ী বলে পোস্ট করা মানুষ দেখুন আজ আমি উপদেষ্টা’ শীর্ষক মন্তব্য মোস্তফা সরয়ার ফারুকী করেছেন দাবিতে ঢাকা পোস্ট এর ডিজাইন সম্বলিত দুইটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দবিতে চ্যানেল ২৪ ও ঢাকা পোস্টের লোগো যুক্ত প্রচারিত ফটোকার্ড দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে চ্যানেল২৪ এর লোগো যুক্ত প্রচারিত ফটোকার্ড দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ঢাকা পোস্টের লোগো যুক্ত প্রচারিত ফটোকার্ড দেখুন- এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোস্তফা সরয়ার ফারুকীকে জড়িয়ে ‘বৌ বিক্রি করে উপদেষ্টা হচ্ছেন চলচ্ছিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারকী’ শীর্ষক শিরোনামে ‘চ্যানেল ২৪’ এবং ‘বৌ ব্যবসায়ী বলে পোাস্ট করা মানুষ দেখুন আজ আমি উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে ঢাকা পোস্ট কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, চ্যানেল ২৪ এর গত ১০ নভেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড এবং ঢাকা পোস্টের গত ০৯ নভেম্বর প্রকাশিত আরেকটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ড দুটি তৈরি করা হয়েছে। এছাড়া, মোস্তফা সরয়ার ফারুকীও এমন মন্তব্য করেননি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড দুটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেল ২৪ এর লোগো যুক্ত ফটোকার্ডটিতে তারিখ হিসেবে ‘১০ নভেম্বর ২০২৪’ এবং ঢাকা পোস্টের লোগো যুক্ত ফটোকার্ডটিতে ‘০৯ নভেম্বর ২০২৪’ তারিখ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথমে চ্যানেল ২৪ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনাম যুক্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ১০ নভেম্বর ‘উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যলোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘বৌ বিক্রি করে উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারকী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, চ্যানেল ২৪ এর ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, ঢাকা পোস্ট এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ০৯ নভেম্বর ‘খু নি র ফোনালাপ শোনেন, দেখেন সে অনুতপ্ত নাকি খু নে র উস্কানি দিচ্ছে’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যলোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘খু নি র ফোনালাপ শোনেন, দেখেন সে অনুতপ্ত নাকি খু নে র উস্কানি দিচ্ছে’ শীর্ষক বাক্যেরর পরিবর্তে ‘বৌ ব্যবসায়ী বলে পোস্ট করা মানুষ দেখুন আজ আমি উপদেষ্টা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, ঢাকা পোস্ট এর ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, মোস্তফা সরয়ার ফারুকীকে জড়িয়ে ‘চ্যানেল ২৪’ ও ‘ঢাকা পোস্ট’ এর নামে প্রচারিত এই ফটোকার্ড দুটি এডিটেড বা সম্পাদিত। 

তথ্যসূত্র

  • Channel 24: Facebook Post
  • Dhakapost.com: Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img