এসিল্যান্ডের গাড়িতে করে সারজিস আলমের বাড়িতে ঈদের গরু আনার দাবিটি ভুয়া

সম্প্রতি, “সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে সবচেয়ে ভাইরাল ফেসবুক পোস্টটি ৫ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে করে ঈদের গরু পৌঁছে দেওয়ার দাবিটি সঠিক নয় এবং এরূপ দাবিতে কোনো মূলধারার গণমাধ্যমও ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, “ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম “ঢাকা পোস্ট” এর প্রচারিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে এবং সম্পাদিত ফটোকার্ডে ঢাকা পোস্টের লোগোও মুছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দাবিটির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের নাম বা লোগোও পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে কেবল ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ‘০৬ জুন ২০২৫’ দেখা যায়। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির ডিজাইনের বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায় এটি মূলধারার সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর ফটোকার্ডের আদলে তৈরি ফটোকার্ড।

এরই সূত্র ধরে ‘ঢাকা পোস্ট’ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘ঢাকা পোস্ট’ এর ফেসবুক পেজে গত ৬ জুন ‘ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

Photocard Comparison by Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লোগো, শিরোনাম, ফন্ট ও সারজিস আলমের ছবি ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সারজিস আলমের ছবির জায়গায় উক্ত ফটোকার্ডে এক নারীর ছবি দেখা যায়। এবং ঢাকা পোস্ট এর উক্ত মূল ফটোকার্ডটিতে ‘ইউএনওর কোরবানির গরু আনা হলো এসিল্যান্ডের সরকারি গাড়িতে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ঢাকা পোস্ট’ এর আসল ফটোকার্ড সম্পাদনা (এডিট) করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সম্বলিত ‘ঢাকা পোস্ট’ এর পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার কোরবানির গরু রাজশাহীর একটি হাট থেকে আনা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমির (এসিল্যান্ড) সরকারি গাড়িতে করে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর নওদাপাড়া এলাকার সিটি হাট থেকে গরুটি কেনা হয়। সরকারি গাড়িতে গরু আনার পর বিষয়টি জানাজানি হলে জেলার সচেতন মহলে সমালোচনা শুরু হয়।

সুতরাং, সারজিস আলম এর বাড়িতে এসিল্যান্ডের গাড়িতে পৌঁছে দেয়া হলো ইদের গরু শীর্ষক দাবিটি ভুয়া এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img