ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে সময় টিভি কোনো সংবাদ প্রচার করেনি 

গত ০৫ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরীর হাজারী গলি এলাকায় যৌথবাহিনী উপর দুর্বৃত্তরা আক্রমণ চালায়৷ ঘটনার সূত্রপাত ঘটে হাজারী গলি এলাকার এক দোকানির হিন্দুধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে একটি ভাইরাল পোস্ট শেয়ার করার মাধ্যমে, এতে ক্ষিপ্ত হয়ে কয়েকশ দুর্বৃত্ত সেখানে হামলা করলে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে যৌথবাহিনী মোতায়েন করা হয়৷ যৌথবাহিনীর উপর দুর্বৃত্তদের আক্রমণ ও এসিড নিক্ষেপে বেশ কয়েকজন সেনা ও পুলিশ সদস্য আহত হন৷ সম্প্রতি, পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি ও ছবি ব্যবহার করে ‘জঙ্গি সংগঠন ইসকনের সদস্য পুলিশের গায়ে এসিড মেরে পালিয়ে যায়’ শিরোনামে গণমাধ্যম সময় টিভির একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গিয়েছে, ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি৷ মূলত, ইসকন সম্পর্কিত একটি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সময় টিভির আদলে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সময় টিভির লোগো দেখা যায়। 

উক্ত লোগোর সূত্র ধরে সময় টিভির ওয়েবসাইট , ইউটিউব চ্যানেলভেরিফাইড ফেসবুক পেজ যাচাই করে ইসকনের আলোচিত ঘটনার একাধিক প্রতিবেদন ও পোস্ট (, , ) পাওয়া গেলেও গণমাধ্যমটিতে আলোচিত দাবিতে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। 

আলোচিত ফটোকার্ডটি সময় টিভির নিয়মিত প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। তবে সময় টিভির ফটোকার্ডগুলোতে প্রচারের তারিখ উল্লেখ থাকলেও  ফটোকার্ডটিতে কোনো তারিখের উল্লেখ করা নেই এবং উক্ত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে সময় টিভির ফটোকার্ডগুলোর শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে।

Comparison : Rumor Scanner

আমাদের অনুসন্ধানে আলোচিত ঘটনায় গত ০৬ নভেম্বর জাতীয় দৈনিক প্রথমআলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের ফিচারে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত আহত পুলিশ সদস্যের একই ছবিটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, এখন টিভির ইউটিউব চ্যানেলে গত ০৬ নভেম্বরে প্রচারিত উক্ত ঘটনার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ ভিডিওটির থাম্বনেইলে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত একই ছবিটি দেখতে পাওয়া যায়। 

উল্লেখ্য, ইসকন একটি হিন্দু ধর্মীয় সংগঠন যা ১৯৭০ এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে যাত্রা শুরু করে এবং বর্তমানেও এর কার্যক্রম পরিচালনা করছে। অতীতে বা সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসকনকে জঙ্গি সংগঠন চিহ্নিত করে কোনো ঘোষণা আসেনি। সময় টিভি বাদে অন্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা করার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায় নি৷ 

সুতরাং, ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img