ড. ইউনূস দেশ থেকে রিয়াল মাদ্রিদ ভক্তদের বের করে দিবেন দাবিতে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আমার প্রথম টার্গেট বাংলাদেশ থেকে রিয়াল মাদ্রিদ ফ্যান বের করে দেওয়া’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি-র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

আরটিভির

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং  এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূসের রিয়াল মাদ্রিদ ভক্তদের প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। এছাড়া আরটিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরটিভির ফটোকার্ড নকল করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রচারের তারিখ ০৬ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে। এটির সূত্রে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ আগস্ট প্রচারিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের সাথে এর বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। আরটিভির পেজে প্রকাশিত দুই লাইনের শিরোনাম যুক্ত ফটোকার্ডে শিরোনাম লেখার ক্ষেত্রে সাধারণত সাদা এবং হলুদ দুটো রং ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু উক্ত ফটোকার্ডটি শুধুমাত্র সাদা রং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আলোচিত ফটোকার্ডটিতে একট ইমোজি ব্যবহার করা হয়েছে। যা আরটিভির ফটোকার্ডে কখনোই ব্যবহার করা হয় না।

Photocard Comparison by Rumor Scanner

পরবর্তীতে ফটোকার্ডটিতে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mizanul Islam নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১০ আগস্ট Dr. Yunus invited by Barcelona Football Club শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Youtube

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ছবিটি উক্ত ভিডিও থেকে নেওয়া হয়েছে। 

২০১৬ সালে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার আমন্ত্রণে ক্যাম্প ন্যু পরিদর্শনে যান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে খেলোয়াড়দের সাথে দেখা করার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের বার্সেলোনার প্রতি যে ভালোবাসা তা প্রকাশ করে তিনি একটি সাক্ষাৎকার প্রদান করেন। উক্ত ভিডিওটি তার দেওয়া সেই সাক্ষাৎকারেরই ভিডিও। 

সুতরাং, আমার প্রথম টার্গেট বাংলাদেশ থেকে রিয়াল মাদ্রিদ ফ্যান বের করে দেওয়া শীর্ষক মন্তব্য ড. ইউনুস করেছেন দাবিতে আরটিভির নামে নকল ফটোকার্ডে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img