সম্প্রতি, ‘চাকমা ছেলে ফেসবুকে কোরিয়ান সেজে বাঙালি বিটিএস ফ্যান মেয়ের সাথে প্রেম। দেখা করতে ডেকে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই’ শীর্ষক শিরোনামে একটি তথ্য প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি একটি ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে আর্কাইভ), এখানে আর্কাইভ এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কোরিয়ান সেজে চাকমা ছেলের বিটিএস ভক্ত বাঙালি মেয়ের সাথে প্রেম এবং স্বর্ণালংকার ছিনতাই দাবি করে প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলো’র বিনোদন শাখার ফটোকার্ড বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। প্রথম আলো’র লোগো সম্বলিত এই ফটোকার্ডে সংবাদটিকে বিনোদন শাখার বলে উল্লেখ করা হয়। এবং প্রচারের তারিখ হিসেবে গত ১১ অক্টোবরের কথা উল্লেখ করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগো ও তারিখের সূত্র ধরে প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ১১ অক্টোবর গণমাধ্যমটির বিনোদন শাখা হতে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়েছে কিনা তা খুঁজে দেখি আমরা। অনুসন্ধানে একই দিনে প্রথম আলো’র বিনোদন শাখা থেকে প্রকাশিত ৫ টি (১, ২, ৩, ৪, ৫) ফটোকার্ড পাওয়া গেলেও উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে শিরোনামের টেক্সট ফন্ট ডিজাইন ব্যতীত আলোচিত ফটোকার্ডের ডিজাইনের সাথে প্রথম আলো’র বিনোদন শাখা থেকে প্রকাশিত ফটোকার্ডগুলোর ডিজাইনের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
তাছাড়া, উক্ত ফটোকার্ডে ‘স্বর্ণালঙ্কার’ শব্দটিও ভুল বানানে উপস্থাপন করা হয়েছে।
ফটোকার্ডে ব্যবহৃত ছবির উৎস সন্ধানে
প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ‘Jui Ful’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৭ অক্টোবর প্রকাশিত এক পোস্টে (আর্কাইভ) আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি সহ আলোচিত তরুণ-তরুণীর আরও কয়েকটি ছবি খুঁজে পাওয়া যায়।
পোস্টকারীর জুই ফুলের(কথিত) ভাষ্যমতে, ছবির ছেলেটির নাম জুন এবং তিনি একজন বিদেশি। বিদেশি ছেলে জুনের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, তবে এই পোস্ট থেকে ছবির মেয়ে ও ছেলেটির বিস্তারিত পরিচয় বা জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে একই আইডি একই বিষয় নিয়ে করা আরেক পোস্টের কমেন্টে কথিত জুনের(তরুণীর) পরিচয় সম্পর্কে পোস্টকারীর একটি মন্তব্য খুঁজে পাওয়া যায়। সেখানে পোস্টকারী জানান, কথিত জুন নামের ছবির সেই তরুণ চাকমা নন।
পরবর্তীতে, ছবির তরুণ-তরুণীর পরিচয় জানতে পোস্টকারীর সাথে যোগাযোগের চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অর্থাৎ, ছবির তরুণ-তরুণীর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, মূলধারার গণমাধ্যম প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
মূলত, গত ০৭ অক্টোবর ‘Jui Ful’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রেমের সম্পর্কের বর্ণনা দিয়ে এক তরুণের সাথে তার(পোস্টকারীর) ছবি দাবি করে একাধিক ছবি প্রচার হয়। পরবর্তীতে সেই পোস্ট থেকে একটি ছবি সংগ্রহ করে তা যুক্ত করে ‘চাকমা ছেলে ফেসবুকে কোরিয়ান সেজে বাঙালি বিটিএস ফ্যান মেয়ের সাথে প্রেম। দেখা করতে ডেকে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই’ শীর্ষক শিরোনামে প্রথম আলো’র ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে ছবির তরুণ-তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটা নিশ্চিত যে প্রথম আলো এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ইন্টারনেট থেকে সংগৃহীত তরুণ-তরুণীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রথম আলো’র বিনোদন শাখার ফটোকার্ড ফর্মেটে বসিয়ে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, গত আট মাসে বিভিন্ন গণমাধ্যমের নাম, লোগো, শিরোনাম এবং নকল ফটোকার্ড ব্যবহার করে অপপ্রচারের বিষয়ে গত ০৫ সেপ্টেম্বর বিস্তারিত ফ্যাক্ট ফাইল প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, প্রথম আলো’র ফটোকার্ড দাবি করে ‘চাকমা ছেলে ফেসবুকে কোরিয়ান সেজে বাঙালি বিটিএস ফ্যান মেয়ের সাথে প্রেম। দেখা করতে ডেকে নিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই’ শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Prothom Alo: Facebook Page
- Prothom Alo: Website
- Jui Ful Facebook: Post
- Rumor Scanner’s Own Analysis