মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

কালবেলার ভুয়া ফটোকার্ডে সচিবালয়ে আনসার সদস্যের মৃত্যুর গুজব প্রচার

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য গত ২৫ আগস্ট সচিবালয় ঘেরাও করে। এরই প্রেক্ষিতে, “সর্বশেষ আপডেটঃ ২৭৭ আনসার সদস্যের মৃত্যু আহত ৫ শতাধিক, নিখোঁজ সহস্রাধিক” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক কালবেলার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

কালবেলার

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

পাশাপাশি, “সচিবালয়ে শিক্ষার্থীদের হামলায় আনসার নিহত ৮০ আহত ৫০০” শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক কালবেলার লোগো সম্বলিত আরও একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সচিবালয়ে আনসার সদস্য মৃত্যুর দাবিতে কালবেলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, কালবেলার ফটোকার্ড ডিজাইন নকল করে ভুয়া এসব দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে ফটোকার্ডগুলোতে এগুলো প্রকাশের তারিখ ২৫ আগস্ট উল্লেখ পাওয়া যায়। তবে অনুসন্ধানে ২৫ আগস্ট তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। কালবেলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের পার্থক্যও রয়েছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

Photocard Comparison: Rumor Scanner
Photocard Comparison: Rumor Scanner

উল্লেখ্য, সর্বশেষ আপডেটঃ ২৭৭ আনসার সদস্যের মৃত্যু আহত ৫ শতাধিক, নিখোঁজ সহস্রাধিক” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালবেলার লোগো সম্বলিত ফটোকার্ডে প্রকাশিত ছবিটি পূর্বেও সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আনসার সদস্য নিহতের দাবিতে প্রচার করা হলে সে সময় তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

Comparison: Rumor Scanner

সুতরাং, “সর্বশেষ আপডেটঃ ২৭৭ আনসার সদস্যের মৃত্যু আহত ৫ শতাধিক, নিখোঁজ সহস্রাধিক” এবং “সচিবালয়ে শিক্ষার্থীদের হামলায় আনসার নিহত ৮০ আহত ৫০০” শীর্ষক তথ্য বা শিরোনামে দৈনিক কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img