‘অল অব আস আর ডেড’ এর দ্বিতীয় সিজন প্রসঙ্গে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া

সম্প্রতি, “এবার ‘all of us are dead season 2’ রিলিজের দাবিতে আন্দোলনের ডাক দিলো বাংলাদেশের কে-ড্রামার সাধারণ দর্শক” শীর্ষক তথ্যে বা শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

অল অব আস আর ডেড

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, “এবার ‘all of us are dead season 2’ রিলিজের দাবিতে আন্দোলনের ডাক দিলো বাংলাদেশের কে-ড্রামার সাধারণ দর্শক” শীর্ষক তথ্যে বা শিরোনামে যমুনা টেলিভিশন কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। তবে অনুসন্ধানে ২৬ আগস্ট তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। যমুনা টেলিভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। 

এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে যমুনা টেলিভিশন কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে।

Photocard Comparison: Rumor Scanner

এছাড়া, যমুনা টেলিভিশন তাদের ফেসবুক পেজে গত ২ সেপ্টেম্বর এক পোস্ট এর মাধ্যমে আলোচিত ফটোকার্ডটিকে ভুয়া বলে নিশ্চিত করেছে। পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, “এবার ‘all of us are dead season 2’ রিলিজের দাবিতে আন্দোলনের ডাক দিলো বাংলাদেশের কে-ড্রামার সাধারণ দর্শক” শীর্ষক তথ্য বা শিরোনামে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img