কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহের মধ্যেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি চলবে। এর প্রেক্ষিতে আজ মধ্যরাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলমের নামে যমুনা টিভি ও কালবেলা’র আদলে তৈরি ফটোকার্ড ব্যবহার করে দাবি করা হয়, সারজিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
কালবেলার আদলে তৈরি ফটোকার্ড ব্যবহার করে উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
যমুনা টিভির আদলে তৈরি ফটোকার্ড ব্যবহার করে উক্ত দাবিতে প্রচারিত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার দাবিতে যমুনা টিভি ও কালবেলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং গণমাধ্যম দুইটিকে জড়িয়ে ভুয়া ফটোকার্ডের মাধ্যমে উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে যমুনা টিভির ফেসবুক পেজ এবং কালবেলার ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রকাশের তথ্য মেলেনি। যমুনার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত দাবিটিকে ভুয়া বলে জানানো হয়েছে। কালবেলাও এক ফেসবুক পোস্ট এবং প্রতিবেদনে একই তথ্য দিয়েছে। গণমাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে।
এছাড়া উক্ত দাবিতে অন্য কোনো সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে খবর বা তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দুই ফটোকার্ডে ব্যবহার ছবি দুইটিকে ২০২৩ সালের পুরোনো ছবি বলে অনেক নেটিজেনকে দাবি করতে দেখেছে। এসব দাবির প্রেক্ষিতে ‘কলিজা’ নামে একটি ফেসবুক পেজের পোস্টও সামনে এসেছে। এই পেজে ২০২৩ সালের ০৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্টে এই ছবি দুইটি পাওয়া যায়। ক্যাপশনে বলা হচ্ছে, “আলহামদুলিল্লাহ আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম।”
তবে রিউমর স্ক্যানার এই পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখেছে, ২০২৩ সালে যখন পোস্টটি করা হয় তখন আলোচিত ছবি দুইটি এই পোস্টে সংযুক্ত ছিল না। এমনকি এখন যে ক্যাপশনটি দেখা যাচ্ছে তাও ছিল না সেসময়। সেসময় ক্যাপশন দেওয়া হয়েছিল, “মাশা আল্লাহ কন্যা সন্তান কারো বোঝা নয় আল্লাহর দেওয়া বড় নেয়ামত।” বর্তমান ছবি এবং ক্যাপশনটি দেওয়া হয়েছে আজ (০৪ আগস্ট) মধ্যরাত সাড়ে তিনটায়।
Screenshot comparison: Rumor Scanner
অর্থাৎ, যে সময়ে ছবি দুইটি নিয়ে ফেসবুকে আলোচনা হচ্ছিল তখনই এই পেজটি তাদের প্রায় এক বছরের পুরোনো একটি পোস্টে ছবি দুইটি যুক্ত করে দিয়েছে।
তবে ছবি দুইটির বিষয়ে ওপেন সোর্সে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, কোটা সংস্কার আন্দোলন পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যেই সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরুর আগে আজ মধ্যরাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের নামে যমুনা টিভি ও কালবেলা’র আদলে তৈরি ফটোকার্ড ব্যবহার করে দাবি করা হয়, সারজিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, উক্ত দাবিতে যমুনা টিভি ও কালবেলা কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। উক্ত দাবিতে অন্য কোনো গণমাধ্যমে কোনো সংবাদ প্রকাশের তথ্য মেলেনি।
সুতরাং, সারজিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার দাবিতে যমুনা ও কালবেলা ফটোকার্ড প্রকাশ করেছে শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna Tv: Facebook Post
- Kalbela: Facebook Post
- Rumor Scanner’s own analysis