পিরোজপুরে জীবনসঙ্গী খোঁজার মেলা দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘পিরোজপুরে শুরু হচ্ছে জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পিরোজপুরে শুরু হচ্ছে জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে” শীর্ষক শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং সাম্প্রতিক সময়ে পিরোজপুরে এমন কোনো মেলারও আয়োজন করা হয়নি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেসবুকে প্রচার করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির লোগো দেখা যায়। সেখানে উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ০৭ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে।

এর সূত্র ধরে যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যমুনা টিভির অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য মেলেনি।

তাছাড়া, যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে। ফটোকার্ড দুটির ডিজাইনেও রয়েছে ভিন্নতা।

Photocard Comparison by Rumor Scanner

অর্থাৎ, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

পাশাপাশি, অন্যকোনো গণমাধ্যমেও সাম্প্রতিক সময়ে পিরোজপুরে জীবনসঙ্গী খোঁজার মেলার আয়োজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে মূলধারার একাধিক গণমাধ্যমে (, , ) দিনাজপুরে জীবনসঙ্গী খোঁজার মেলার বিষয়ে তথ্য পাওয়া যায়। জানা যায়, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে চলতি বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ঐতিহ্যবাহী মিলনমেলা বা বউ মেলা। এই মেলা স্থানীয়দের কাছে বাসিয়াহাটি নামেও পরিচিত। প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের পরের দিন মেলাটি অনুষ্ঠিত হয় বলেই এই নাম বাসি থেকে বাসিয়া।

উল্লেখ্য, পূর্বেও খাগড়াছড়ি ও কুমিল্লায় জীবনসঙ্গী খোঁজার মেলা শুরু হয়েছে দাবিতে যমুনা টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। (, )

সুতরাং, ‘পিরোজপুরে শুরু হচ্ছে জীবনসঙ্গী খোঁজার মেলা, পছন্দ হলেই বিয়ে’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট এবং আলোচিত দাবিটিও মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img