সম্প্রতি, ‘আবার ক্ষমতায় আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে পাকিস্তান পাঠাবো। – ওবায়েদুল কাদের (ভারতীয় গণমাধ্যমে)’ শীর্ষক শিরোনামে গণমাধ্যম ‘দৈনিক আজকাল’ এর নাম যুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আবার ক্ষমতায় আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে পাকিস্তান পাঠাবো। – ওবায়েদুল কাদের (ভারতীয় গণমাধ্যমে)’ শীর্ষক শিরোনামে দৈনিক আজকাল কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। তাছাড়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও এমন কোনো কথা বলেননি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে ‘দৈনিক আজকাল’ এর নাম এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কথা উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে ‘দৈনিক আজকাল’ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও দৈনিক আজকাল এর ওয়েবসাইট বা অন্য কোনো দেশীয় বা ভারতীয় গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া, দৈনিক আজকাল এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে প্রচারিত কোনো ফটোকার্ড দেখা যায়নি।
অর্থাৎ, এটা নিশ্চিত যে দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জড়িয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দৈনিক আজকাল এর নাম ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জড়িয়ে দৈনিক আজকাল এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s Own Analysis