সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হসিনার পতনের পর সরকারের গোপন বন্দীশালা কথিত ‘আয়না ঘর’ থেকে মুক্তি পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান। এছাড়া, মুক্তি পেয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা।
এরই প্রেক্ষিতে, আওয়ামী লীগের সরকারের আমলে নিখোঁজ বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে সেনাবাহিনী উদ্ধার করেছে দবিতে ‘আজ রাত ১১ঃ১৭ মিনেটে আয়নাঘর থেকে মোঃ ইলিয়াসকে সেনাবাহিনী উদ্ধার করেছে’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

‘sheikhjannat999’ নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৪ লক্ষ ৪০ হাজার।
উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের সরকারের আমলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সেনাবাহিনী ‘আয়নাঘর’ থেকে উদ্ধার করেছে দাবিতে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
অনুসন্ধানে শুরুতে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
উক্ত দাবির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। গণমাধ্যমটির নিউ মিডিয়া এডিটর রুবেল মাহমুদ জানান, ‘যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।’
দাবির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট, ফেসবুক পেজ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে সেনাবাহিনী উদ্ধার করেছে সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলো এর ওয়েবসাইটে ‘‘আয়নাঘরে বন্দী’ ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির মানববন্ধন’ শীর্ষক শিরোনামের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ আস্ট ‘গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দী’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি।
অর্থাৎ, এটা নিশ্চিত যে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর এখানো খোঁজ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।
সুতরাং, সেনাবাহিনী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে কথিত ‘আয়নাঘর’ থেকে
উদ্ধার করেছে শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- স্টেটমেন্ট: রুবেল মাহমুদ, নিউ মিডিয়া এডিটর, যমুনা টিভি
- প্রথম আলো: ‘আয়নাঘরে বন্দী’ ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিএনপির মানববন্ধন
- দ্যা ডেইলি স্টার বাংলা: ইলিয়াস আলী নিখোঁজের ১০ বছর
- Rumor Scanner’s Own Analysis