সম্প্রতি, ‘কলারোয়ায় পুলিশকে বেদম পিটুনি দিলেন সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম আরটিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘কলারোয়ায় পুলিশকে বেদম পিটুনি দিলেন সেনাবাহিনী’ শীর্ষক দাবিতে আরটিভি বা অন্য কোনো গণমাধ্যম কোনো প্রতিবেদন বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডের ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে এবং আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ ৩১ মে ২০২৪ উল্লেখ রয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগো ও তারিখের সূত্র ধরে আরটিভি’র ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ৩১ মে “পুলিশকে পিটুনির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডের সঙ্গে আলোচিত দাবিতে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত গ্রাফিক্যাল ডিজাইন ও প্রকাশের তারিখের মিল খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে এই ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির তূলনামূলক বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম।
পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবি, শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ছবি, শিরোনাম ও ফন্টের ডিজাইনের মিল নেই।
আলোচিত ফটোকার্ডটির ছবি পরিবর্তন করে শিরোনামে “পুলিশকে পিটুনির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে” বাক্যাংশের পরিবর্তে “কলারোয়ায় পুলিশকে বেদম পিটুনি দিলেন সেনাবাহিনী” বাক্যাংশটি যুক্ত করা হয়েছে।
যা থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
একইদিনে আরটিভির ওয়েবসাইটে একই শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, উপজেলা নির্বাচন পরবর্তী একটি অভিযোগের মিমাংসা করতে দুই পক্ষকে থানায় ডাকা হলে এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পুলিশের উপর হামলা করা হয়। এতে চারজন পুলিশ আহত হয়েছে বলে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।
মূলত, গত ৩১ মে আরটিভির ফেসবুক পেজে “পুলিশকে পিটুনির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়। পরবর্তীতে উক্ত ফটোকার্ডটিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে ছবি পরিবর্তন করে “কলারোয়ায় পুলিশকে বেদম পিটুনি দিলেন সেনাবাহিনী” শীর্ষক শিরোনামে প্রচার করা হয়।
সুতরাং, ‘কলারোয়ায় পুলিশকে বেদম পিটুনি দিলেন সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে প্রচারিত মন্তব্যটি বানোয়াট এবং উক্ত দাবিতে আরটিভি’র নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rtv Facebook page: পুলিশকে পিটুনির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
- Rtv website: পুলিশকে পিটুনির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
- Rumor Scanner’s Own Analysis