পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে জড়িয়ে ‘সকল পুলিশ সদস্যদের সাথে কর্মবিরতিতে সম্মতি জানালেন আইজিপি’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর লোগো যুক্ত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে জড়িয়ে ‘সকল পুলিশ সদস্যদের সাথে কর্মবিরতিতে সম্মতি জানালেন আইজিপি’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে শুরুতে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ০৮ আগস্ট আলোচিত বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটি ভুয়া উল্লেখ করে গণমাধ্যমটি জানায়, ‘যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না’
উল্লেখ্য, গত ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশব্যাপী পুলিশের ওপর হামলার প্রেক্ষিতে কয়েক দফা দাবি জানিয়ে ০৬ আগস্ট পুলিশ সদস্যরা কর্মবিরতির ঘোষণা দিলে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়ে। এমতাবস্থায় সদ্য দায়িত্ব নেওয়া অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রধানের হস্তক্ষেপে গতকাল ১১ আগস্ট কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন পুলিশ সদস্যরা। সে অনুযায়ী আজ ১২ আগস্ট থেকে পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে। ইতিমধ্যে আজ সকাল থেকেই ট্রাফিক পুলিশকে রাস্তায় দেখা যাচ্ছে।
সুতরাং, সকল পুলিশ সদস্যদের সাথে কর্মবিরতিতে সম্মতি জানালেন আইজিপি শীর্ষক দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television: Facebook Page Post
- Rumor Scanner’s Own Analysis