সম্প্রতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইনের ছবি ব্যবহার করে ‘বাংলাদেশে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ‘ডেইলি বাংলাদেশ’ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
Atika Binte Hussian নামের ফেসবুক পেজ থেকে প্রচারিত ফটোকার্ডটি দেখুন- এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আতিকা বিনতে হোসাইনের ছবি ব্যবহার করে ‘বাংলাদেশে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব’ শীর্ষক তথ্যে বা শিরোনামে কোনো সংবাদ বা প্রতিবেদন বা ফটোকার্ড ‘ডেইলি বাংলাদেশ’ প্রকাশ করেনি বরং, ডেইলি বাংলাদেশের ফেসবুক পেজে গত ০৭ আগস্ট ‘অলিম্পিকে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে তাতে ছবি ও শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে দাবির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগো’র সূত্র ধরে ডেইলি বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত তথ্য বা শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, ডেউলি বাংলাদেশ’র ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে ডেইলি বাংলাদেশের ফেসবুক পেজে গত ০৭ আগস্ট ‘অলিম্পিকে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যলোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সাথে এর সাদৃশ্য লক্ষ্য করা যায়। এই ফটোকার্ডটিতে থাকা ছবির পরিবর্তে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে আতিকা বিনতে হোসাইনের ছবি যুক্ত করা হয়েছে এবং ‘অলিম্পিকে’ এর পরিবর্তে ‘বাংলাদেশে’ লেখা হয়েছে।
উক্ত ফটোকার্ড সম্বলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া ‘অলিম্পিকে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব’ শিরোনামে গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফরাসি পোল ভল্টার অ্যান্থনি আম্মিরাতি অলিম্পিক গেমসে ৫.৭০ মিটার উচ্চতায় লাফ দেয়ার সময় অপ্রত্যাশিতভাবে তার পুরুষাঙ্গ ক্রসবার স্পর্শ করে। এ ঘটনার পর ক্যামসোডা নামের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইট আম্মিরাতিকে ২ লাখ ৫০ হাজার ডলারের একটি চুক্তির প্রস্তাব দেয়।
Atika Binte Hussian নামের কথিত ফেসবুক পেজটি ২০২৩ সালের ০১ এপ্রিল পেজটি চালুর পর এখন পর্যন্ত একাধিকবার নাম পরিবর্তন করা হয়েছে। শুরুতে ‘ᴅᴇᴘʀᴇssɪᴏɴ’ নাম দেওয়া হলেও ২০২৩ সালের ০২ এপ্রিল নাম বদলে রাখা হয় ‘ডিপ্রেশনツ’। পরবরর্তীতে, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী ‘Mohammad Esmail Sarker’ নাম রাখা হয় । এবং ১৭ মে ‘তিশা শুনছো..?’ ও ‘তিশা শুনছো..?’ নামে দুইবার নাম পরিবর্তন করেন। সর্বশেষ গত ০৭ আগস্ট ‘Atika Binte Hussian’ নামে বর্তমান নাম রাখা হয়।
সুতরাং, ছাত্রলীগ নেত্রী আতিকা বিনতে হোসাইনের ছবি সম্বলিত ‘বাংলাদেশে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব’ শীর্ষক তথ্যে বা শিরোনামে ‘ডেইলি বাংলাদেশ’ এর লোগো সম্বলিত ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Bangladesh facebook Page Post
- Daily Bangladesh: অলিম্পিকে ভাইরাল হয়ে পেলেন পর্ণ চুক্তির প্রস্তাব
- Rumor Scanner’s Own Analysis