ইলন মাস্কের সাথে কথোপকথন প্রসঙ্গে ড. ইউনূসকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ১৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী ও এক্সের (সাবেক টুইটার) কর্ণধার ইলন মাস্ক। এরই প্রেক্ষিতে মূলধারার অনলাইন গণমাধ্যম বার্তা২৪, বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪, জাতীয় দৈনিক জনকণ্ঠের ডিজাইন সম্বলিত মোট ৩ টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এসব ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, প্রধান উপদেষ্টাকে ফোনে ফাক ইউ বলেছে ইলন মাস্ক।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত বার্তা২৪ এর পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত চ্যানেল২৪ এর পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত জনকণ্ঠের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে বার্তা২৪, চ্যানেল২৪ কিংবা জনকণ্ঠ কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং, উক্ত গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ফটোকার্ড যাচাই- ১ (বার্তা২৪)

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “প্রধান উপদেষ্টাকে ফোনে ফাক ইউ বললেন ইলন মাস্ক” শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটিতে বার্তা২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।

পরবর্তী অনুসন্ধানে বার্তা২৪ এর লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে “প্রধান উপদেষ্টাকে ফোনে ফাক ইউ বললেন ইলন মাস্ক” শীর্ষক শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, এখন টিভির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, ১৪ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজে “প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এছাড়া, আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি বার্তা২৪ এর ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ফটোকার্ডটি বার্তা২৪ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়।

অর্থাৎ, বার্তা২৪ এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই- ২ (চ্যানেল২৪)

‘প্রধান উপদেষ্টাকে ফোনে ‘ফাক ইউ’ বললেন ইলন মাস্ক’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ১৪ ফেব্রুয়ারি গণমাধ্যমটির ফেসবুক পেজে “বাংলাদেশের স্টারলিংক আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের আলোচনা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এছাড়া, আলোচিত ফটোকার্ডের বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারি বার্তা২৪ এর ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আলোচিত ফটোকার্ডটি বার্তা২৪ প্রকাশ করেনি বলে নিশ্চিত করা হয়।

ফটোকার্ড যাচাই- ৩ (জনকণ্ঠ)

‘ইলন মাস্কের মুখে “ফাক ইউ” শুনে বিব্রত প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে জনকণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ এর কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে জনকণ্ঠে অফিশিয়াল ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির সাথে জনকণ্ঠে প্রচলিত ফটোকার্ডের ছবি, টেক্সট ফন্ট ও ডিজাইনের ভিন্নতা রয়েছে।

Comparison: Rumor Scanner

অর্থাৎ, জনকণ্ঠ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

সুতরাং, ডঃ ইউনূস ও ইলন মাস্ককে জড়িয়ে বার্তা২৪, চ্যানেল২৪ কিংবা জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img