সম্প্রতি ‘ওসমান হাদি এইডস আক্রান্ত’ শীর্ষক শিরোনামে দৈনিক কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ও ‘শেখ হাসিনার নামে অডিও ক্লিপ সবগুলো ভুয়া’’ শীর্ষক শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪-এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এইডস আক্রান্ত শীর্ষক দাবিতে কালের কণ্ঠ এবং ‘শেখ হাসিনার নামে অডিও ক্লিপ সবগুলো ভুয়া’’ শীর্ষক শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাংলানিউজ২৪ ডট কম ও কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালের কণ্ঠের ফটোকার্ড যাচাই:
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
কালের কণ্ঠের লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২৩ সেপ্টেম্বর গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “ওসমান হাদি ডেঙ্গুতে আক্রান্ত” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে “ওসমান হাদি ডেঙ্গুতে আক্রান্ত” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে “ওসমান হাদি এইডস আক্রান্ত’’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত কালের কণ্ঠের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, “ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ তথ্য জানান। তার এই পোস্ট শেয়ার করে ওসমান হাদি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ইনকিলাব মঞ্চের যেকোনো প্রয়োজনে আব্দুল্লাহ আল জাবেরের সঙ্গে যোগাযোগ করবেন।’”
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
বাংলানিউজ২৪ ডট কমের ফটোকার্ড যাচাই:
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলানিউজ২৪-এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
বাংলানিউজ২৪-এর লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, বাংলানিউজ২৪-এর ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ২৪ সেপ্টেম্বর গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। বাংলানিউজ২৪-এর মূল ফটোকার্ডটিতে “শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে “শেখ হাসিনার নামে অডিও ক্লিপ সবগুলো ভুয়া’’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বাংলানিউজ২৪-এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সম্বলিত বাংলানিউজ২৪-এর মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, “জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং ৩টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছে। এর মধ্যে চারটি ফোনালাপ ২৪ সেপ্টেম্বর (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ৫৩তম সাক্ষী উপস্থাপনের সময় বাজিয়ে শোনানো হয়েছে, যেটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। শেখ হাসিনার এই চারটি ফোনালাপের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও তার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের একটি ফোনালাপ রয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, “ওসমান হাদি ডেঙ্গুতে আক্রান্ত” শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ড ও ‘শেখ হাসিনার নামে অডিও ক্লিপ সবগুলো ভুয়া’’ শীর্ষক শিরোনামে বাংলানিউজ২৪-এর নামে প্রচারিত ফটোকার্ড দুইটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho – ওসমান হাদি ডেঙ্গুতে আক্রান্ত
- Kaler Kantho: Facebook Post
- banglanews24.com – শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে
- banglanews24.com – Facebook Post