উত্তেজনাকর মুহূর্তে সারজিসের জয় বাংলা স্লোগান দাবিতে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিষয়ে ‘উত্তেজনাকর মুহূর্তে জয় বাংলা স্লোগান দিলেন সারজিস আলম’ শীর্ষক শিরোনামে জাতীয় দৈনিক কালবেলার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘উত্তেজনাকর মুহূর্তে জয় বাংলা স্লোগান দিলেন সারজিস আলম’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গণমাধ্যমটির ডিজাইন নকল করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার লোগো এবং এটি প্রকাশের তারিখ ২২ মে, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি দেশের অন্য গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য মেলেনি।

এছাড়া, পর্যবেক্ষণে আলোচিত দাবির ফটোকার্ডটির ফন্টের সাথে কালবেলার প্রচলিত ফটোকার্ডের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়। 

Comparison: Rumor Scanner

অর্থাৎ, কালবেলার ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ভুয়া ফটোকার্ডটিতে ব্যবহার হওয়া ছবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ওয়েবসাইটে গত ০২ মে প্রকাশিত এক প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ২ মে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সে সময়ের ছবি এটি। উক্ত বক্তব্যে তাকে আলোচিত দাবির স্লোগান দিতে দেখা যায়নি। 

সুতরাং, ‘উত্তেজনাকর মুহূর্তে জয় বাংলা স্লোগান দিলেন সারজিস আলম’ শীর্ষক শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

আরও পড়ুন

spot_img