সম্প্রতি ‘দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিকতার সুযোগ’ শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তরে সাংবাদিক নিয়োগ চলছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় দৈনিক যুগান্তরে সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রচারকারী এই ফেসবুক পেজটি ভুয়া। উক্ত পেজের সাথে যুগান্তরের কোনোপ্রকার সংশ্লিষ্টতা নেই।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ‘যুগান্তর পত্রিকায় অফিশিয়াল নিয়োগ’ নামক কথিত বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। এতে দেখা যায় ফেসবুক পেজটি সাংবাদিক নিয়োগের নামে বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, উপজেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ প্রতিনিধি পদে আবেদন আহ্বান করছে।
এছাড়া, যোগ্যতা ও দক্ষতা সর্বনিন্ম এস,এস,সি পাশ এবং ১৫ হাজার মাসিক বেতন-ভাতা ছাড়াও যুগান্তরের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে জানিয়ে আবেদন শুধু মাত্র এই পেইজের ইনবক্সে করতে হবে বলেও উল্লেখ করা হয়।
আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘যুগান্তর’ এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ গত ২১ এপ্রিল থেকে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রকাশিত যুগান্তরের প্রিন্ট সংস্করণ পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির কোনো সন্ধান মেলেনি।
পাশাপাশি, যুগান্তরের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এ সংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত বিজ্ঞপ্তির বিষয়ে যুগান্তরের মাল্টিমিডিয়া বিভাগের ইনচার্জ অমিত হাসান রবিন এর একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে রবিন বলেন, “যুগান্তরের এই ধরণের কোন পেজ নাই। প্রতারণা থেকে সাবধান!!! নিয়োগের নামে প্রতারণামূলক পোস্ট দিয়েছে এই পেজ থেকে।”

সুতরাং, ‘যুগান্তর পত্রিকায় অফিশিয়াল নিয়োগ’ নামক পেজটি ভুয়া এবং ‘দৈনিক যুগান্তর পত্রিকায় সাংবাদিকতার সুযোগ’ শিরোনামে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতারণামূলক ও সম্পূর্ণ বানোয়াট।
তথ্যসূত্র
- Jugantor: E-paper
- Jugantor’s Multimedia Incharge: Amit Hasan Robin’s Facebook post
- Jugantor: Facebook page
- Jugantor: Website
- Rumor Scanner’s analysis