আমি অটো-মেয়র হতে চাইলেই অন্যায় শীর্ষক মন্তব্য করেননি ইশরাক

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা। এরই প্রেক্ষিতে দাবি করা হচ্ছে, ইশরাক মন্তব্য করেছেন যে “তোমরা যখন অটো-পাস পাও, তখন সেটা ন্যায্য। আমি অটো-মেয়র হতে চাইলেই অন্যায়।”

উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামের পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তোমরা যখন অটো-পাস পাও, তখন সেটা ন্যায্য। আমি অটো-মেয়র হতে চাইলেই অন্যায়।’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ইশরাক হোসেন বরং, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে একাধিক স্যাটায়ারধর্মী ও মিম ঘরানার ফেসবুক পেজ (, ) থেকে অন্তত গতকাল (১৯ মে) সন্ধ্যা থেকে উক্ত দাবিটি প্রচার হতে দেখা যায়। এরপরই তা সত্য দাবিতে ছড়িয়ে পড়ে। 

ইশরাক এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে পরবর্তীতে তার অফিশিয়াল ফেসবুক পেজের দাবিটি প্রচার পূর্ববর্তী সময়ের পোস্টগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। মেয়র হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা যে আন্দোলন করছেন তা নিয়ে নিয়মিতই পোস্ট করছেন তিনি। এগুলোর মধ্যে দুইটি পোস্টে (, ) তার নিজস্ব মন্তব্য পাওয়া যায়। তবে পোস্টগুলোতে উক্ত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আগামীকাল বুধবার দিন রেখেছেন হাইকোর্ট।

সুতরাং, বিএনপি নেতা ইশরাক হোসেন আমি অটো-মেয়র হতে চাইলেই অন্যায় শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img