গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছে। বাদ যাননি নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও। এরই প্রেক্ষিতে সম্প্রতি তামিম ইকবাল একটি লাইভে মাশরাফি বিন মোর্ত্তজাকে এভাবে কতোদিন পালিয়ে থাকবেন বলে মন্তব্য করেন ও সাবধানে থাকতে বলেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখ ৬০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এবং ৯০ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা তামিম ইকবাল সম্প্রতি মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে লাইভে আসেননি এবং এমন কোনো মন্তব্যও করেননি বরং প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।
অনুসন্ধানে তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২০ সালের ০৪ মে ‘Tamim Iqbal Live with Mashrafe Bin Mortaza’’ শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়।
একইদিনে তামিম ইকবালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও উক্ত লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওগুলো থেকে জানা যায়, করোনাকালীন সময়ে তামিম ইকবালের আয়োজিত অনলাইন লাইভ অনুষ্ঠানের একটি পর্বে মাশরাফি বিন মোর্ত্তজা অতিথি হয়ে আসেন। উক্ত লাইভে করোনার সমসাময়িক পরিস্থিতি ও বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
সুতরাং, সম্প্রতি তামিম ইকবাল লাইভে এসে মাশরাফি বিন মোর্ত্তজাকে এভাবে কতোদিন পালিয়ে থাকবেন বলে মন্তব্য করেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং প্রচারিত ভিডিওটি পুরোনো।
তথ্যসূত্র
- Tamim Iqbal: YouTube Live
- Tamim Iqbal: Facebook Live
- Rumor Scanner’s Own Research