সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যু বরণ করেছেন দাবিতে গত অন্তত ২৬ মে থেকে বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেননি, তিনি বেঁচে আছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিকের মৃত্যুর খবরকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ছবি সংযুক্ত করে শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যু দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর দাবির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কালবেলা’র ওয়েবসাইটে ‘বিচারপতি মানিক মারা গেছেন’ শীর্ষক শিরোনামে গত ২৬ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।” উক্ত প্রতিবেদনটিতে নিহত অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের একটি ছবিও সংযুক্ত করা হয় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত শামসুদ্দিন চৌধুরী মানিকের ছবির সাথে পার্থক্য দেখা যায় এবং নিশ্চিত হওয়া যায় যে দুজন ভিন্ন ব্যক্তি।

এছাড়াও, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিকের মৃত্যুর সংবাদটি আরো একাধিক গণমাধ্যমে পাওয়া যায় যেখানে তার ছবিও সংযুক্ত করা হয়েছে।
সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিষয়ে পরবর্তী অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘ইত্তেফাক’ এর ওয়েবসাইটে গত ২৭ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “গাজীপুরের কাশিমপুর কারাগার আটক থাকা অবস্থায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সোমবার (২৬ মে) রাতে কারা কর্তৃপক্ষ জানায়, বিচারপতি মানিক সুস্থ আছেন। কাশিমপুর কারাগার-২ এ আছেন তিনি। বিচারপতি মানিকের মারা যাওয়ার বিষয়টি গুজব বলেও জানান সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।”
সুতরাং, সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক মৃত্যুবরণ করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Kalbela – বিচারপতি মানিক মারা গেছেন
- Ittefaq – সাবেক বিচারপতি মানিক মারা যাননি: কারা অধিদপ্তর