বাইডেন শেখ হাসিনাকে দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন শীর্ষক ভুয়া দাবি

সম্প্রতি, ‘হাসিনার দায়িত্ব ফিরিয়ে দিল বাইডেন। হাসিনার পক্ষে চিঠি পাঠালো যুক্তরাষ্ট্র। ইউনূসকে পদত্যাগের নির্দেশ’ শীর্ষক দাবি একটি ভিডিওর মাধ্যমে ইন্টারনেটে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে প্রচারিত টিকটক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)৷ 

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দায়িত্ব ফিরে পাওয়ার দাবিটি সঠিক নয়। বরং, ভিন্ন একটি ঘটনার ভিডিও প্রতিবেদনের অডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ 

আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণকালে এটির অডিও বার্তা থেকে ধারণা করা হয়, এটি গত ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সুপ্রিম কোর্ট কতৃক হাইকোর্টের রায় বাতিল ও সংস্কারের পক্ষে রায় ঘোষণা বিষয়ক ঘটনার। এছাড়া, উপস্থাপিকার উচ্চারণের ভঙ্গি থেকে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বলে প্রতীয়মান হয়।

এর সূত্র ধরে ভারতীয় সংবাদমাধ্যম Republic Bangla এর ইউটিউব চ্যানেলে গত ২২ জুলাই একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি যাচাই করে দেখা যায়, এর অডিওর সাথে আলোচিত ভিডিওটির অডিওর মিল রয়েছে৷ মূলত, উক্ত ভিডিওটির অডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷ 

অর্থাৎ, জুলাইয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ের একটি ভিডিও থেকে অডিও সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে ভিন্ন দাবিতে প্রচার করা হলো।

সুতরাং, ‘হাসিনার দায়িত্ব ফিরিয়ে দিল বাইডেন। হাসিনার পক্ষে চিঠি পাঠালো যুক্তরাষ্ট্র। ইউনূসকে পদত্যাগের নির্দেশ’ শীর্ষক দাবিটি একটি ভিত্তিহীন ভিডিওর মাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img