শুক্রবার, মে 23, 2025

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ঢাকার উদ্দেশ্যে অগ্রসরের দাবিটি ভুয়া

ক্যান্টনমেন্ট থেকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন রাজনৈতিক পরিকল্পনার উপস্থাপন করা হয়েছে দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।

এ ঘটনাপ্রবাহের মধ্যেই ২৪ মার্চ ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর একদিন আগেই, ২৩ মার্চ রাত থেকে ‘বাংলাদেশ সেনাবাহিনীর সাভারের ৯ম ডিভিশন ঢাকার দিকে রওনা হয়েছে’ একটি ভিডিও ছড়িয়ে সামাজিক মাধ্যমে পড়ে। ভিডিওতে শতাধিক সেনাবাহিনী সদস্যকে সামনের দিকে অগ্রসর হতে দেখা যায়।


উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ভিডিওটি ভারতীয় গণমাধ্যম ‘আজতক’-এর ইউটিউব চ্যানেলেও দেখানো হয়েছে। ভিডিওর এক কোণে তারা উল্লেখ করেছে যে এর সত্যতা যাচাই করা হয়নি। তবে অনুষ্ঠানের অতিথি ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী এটিকে সাভারের ২৩ মার্চ রাতের ঘটনা বলে দাবি করেছেন। উপস্থাপকও একই দাবি করেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের ঢাকার দিকে অগ্রসর হওয়ার কোনো দৃশ্য নয়; বরং অন্তত দেড় বছর আগে থেকে আলোচিত ভিডিওটি অনলাইনে বিদ্যমান রয়েছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘InFormative Bangla’ নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

পরদিন, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর ‘Md. Rasel’ নামের আরেকটি ফেসবুক পেজে একই ভিডিও শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি বাংলাদেশ সেনাবাহিনীর রাতের মহড়ার দৃশ্য।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভিডিওটির সঠিক স্থান বা প্রেক্ষাপট সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সূত্রের তথ্য না মিললেও, এটি নিশ্চিত যে ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়।

সুতরাং, অন্তত দেড় বছর আগে অনলাইনে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ঢাকার দিকে অগ্রসর হওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img