শুক্রবার, মে 23, 2025

উপদেষ্টা আসিফ এবং নাহিদের পদত্যাগের দাবিটি ভুয়া

গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম, অপর দিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পালন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

উপদেষ্টা আসিফ

সম্প্রতি টিকটক-এ ভাইরাল হওয়া একটি ভিডিওতে (আর্কাইভ) দাবি উঠেছে, আসিফ ও নাহিদ পদত্যাগ করেছেন। এর আগেও একই দাবীতে টিকটক এবং ইউটিউব বিভিন্ন পোস্ট হওয়ার প্রমান পাওয়া গেছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম পদত্যাগ করেননি বরং, দুইজনই নিজ নিজ পদে আসীন আছেন এবং  দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন৷ 

আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিওতে Desh TV এর সংবাদ পাঠের ভিডিও ব্যবহার করা হয়েছে। তবে, দেশ টিভি নিউজ এর ফেসবুক পেজইউটিউব চ্যানেল যাচাই করে এমন কোনো খবরের অস্তিত্ব পাওয়া যায়নি। মূলত দেশ টিভির সংবাদ পাঠের ভিডিওটির সাথে ভিডিওতে থাকা অডিওটির অমিল লক্ষ্য করা গেছে। অর্থাৎ ভিডিওটি সম্পাদনার মাধ্যমে এতে ভিন্ন একটি অডিও প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া বাকি ভিডিওগুলোতে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানে দেখা গেছে, গত এক মাসে বিভিন্ন সময়ে একই দাবিতে কয়েকটি ভুঁইফোড় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিত্তিহীন ভিডিও প্রচার করে আসছে। যেখানে, বিভিন্ন সময়ের ফুটেজ জোড়া-তালি দিয়ে পদত্যাগের দাবি প্রচার করা হচ্ছে। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে উপদেষ্টা আসিফ ও নাহিদের পদত্যাগের বিষয়ে গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে কোনো ধরনের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ 

এছাড়া, আসিফ ভুঁইয়া যুব দিবস পালন উপলক্ষ্যে গতকাল ৩০ অক্টোবর মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবেদন দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

অন্যদিকে, গতকাল ৩০ অক্টোবর একটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে বক্তব্য (আর্কাইভ) প্রদান করেন। 

সুতরাং, উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম পদত্যাগ পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img