সম্প্রতি, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, শিবিরের ৫ নেতা আটক” শীর্ষক লেখা সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির ঘটনায় আটক হওয়া পাঁচ ব্যক্তি শিবির নেতা নয় বরং, গ্রেফতারকৃত চক্রটির নেতৃত্বে রয়েছেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন, যাকে ঘটনার পর দল থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে সেগুলোতে প্রচারিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ২৪ ডিসেম্বর,২০২৪ এ প্রকাশিত ‘আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫’ শীর্ষক প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বিবরন এবং আটককৃতদের নাম পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, চক্রটি দীর্ঘদিন ধরে পুরোনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। তারা প্রতি কবর থেকে মাসিক ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে বাধ্য করত। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে আটককৃতদের লালবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন— আরমান মিয়া (৫৪), মো. জাহিদ মিয়া (৩০), মো. জামিল হোসেন (৩৪), মো. আরমান ইসলাম (৩৭) এবং রবিন মিয়া (৩৪)। ভুক্তভোগীদের দাবি, চক্রটির নেতৃত্বে রয়েছেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন।
উল্লেখ্য, দৈনিক কালবেলা অনলাইন এর ‘আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৪ রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে রাজধানীর নিউ পল্টন এরিয়া থেকে আমিনুল ইসলাম আমিনকে গ্রেপ্তার করে লালবাগ থানায় সোপর্দ করে।
বাংলা ট্রিবিউনের ‘গোরস্থানে চাঁদাবাজি করায় বিএনপি নেতা বহিষ্কার’ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায়, আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়।
সুতরাং, আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, শিবিরের ৫ নেতা আটক শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq- আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫
- Bangla Tribune- গোরস্থানে চাঁদাবাজি করায় বিএনপি নেতা বহিষ্কার
- Kalbela- আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আমিন গ্রেপ্তার