স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ের ভিডিও বিকৃত করে ভুয়া তথ্য প্রচার

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ এ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘এভাবেই আওয়ামী লীগের উপরে নিজেদের ব্যর্থতা চালিয়ে দিতে হয়, ভিডিওর প্রথম অংশটা মনোযোগ দিয়ে দেখুন।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশ হতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “এত বেশী কথা না কয়া আওয়ামী লীগের ওপর দায় চাপায় দেন”।

স্বরাষ্ট্র উপদেষ্টা

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর প্রেস ব্রিফিং এ পাশ থেকে কেউ ‘আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে দেন’ বলেনি। বরং ভিডিওটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে কৃত্রিমভাবে অডিও যোগ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷ 

এ বিষয়ে অনুসন্ধানে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় গণমাধ্যম ‘এখন টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারী প্রকাশিত ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে ৷ 

Comparison: Rumor Scanner 

ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশ থেকে আলোচিত অংশটিতে বলতে শোনা যায়, ‘আমরা এখন আবারও বসব’। 

DBC News Daily এর ফেসবুক লাইভ থেকেও একই বিষয় নিশ্চিত হওয়া যায়। এছাড়া আলোচিত বক্তব্যের পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার পাশে থাকা কেউও “আওয়ামী লীগের ওপর দায় চাপিয়ে দেন” এমন কিছু বলেননি।

তাছাড়া কোনো গণমাধ্যম সূত্রেও দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। 

অর্থাৎ, আলোচিত ভিডিওটি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

সুতরাং, স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস ব্রিফিংয়ের সময় তার পাশের কেউ “এভাবেই আওয়ামী লীগের উপরে নিজেদের ব্যর্থতা চালিয়ে দিতে হয়” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি বিকৃত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img