ভিন্ন ব্যক্তির ফেসবুক পোস্টকে উপদেষ্টা আসিফ মাহমুদের দাবিতে গণমাধ্যমে প্রচার

সম্প্রতি, “‘ইউ আর নেক্সট’ লিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দিয়েছেন শীর্ষক একটি দাবি কতিপয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন বাংলাভিশন। 

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইউ আর নেক্সট’ লিখে ফেসবুকে সম্প্রতি কোনো পোস্ট করেননি উপদেষ্টা আসিফ মাহমুদ বরং, একই নামে ভিন্ন এক ব্যক্তির ফেসবুক পোস্টকে উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত গণমাধ্যমের সংবাদটি পর্যবেক্ষণ করে এতে ‘Asif Mahmud’ নামের এক ফেসবুক প্রোফাইল থেকে করা একটি স্ট্যাটাসের স্ক্রিনশট সংযুক্ত দেখা যায়।

সংবাদটি থেকে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ গত ২৮ নভেম্বর সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত পোস্টটি দেন।

উক্ত তথ্যের সূত্র ধরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে গত ২৮ নভেম্বর আলোচিত দাবির বিষয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আসিফের ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির বিষয়ে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে ‘Asif Mahmud’ নামের ভিন্ন এক ব্যক্তির একটি ফেসবুক প্রোফাইলে গত ২৮ নভেম্বর এই বিষয়ে করা মূল পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Asif Mahmud (Facebook)

এই স্ক্রিনশটের সাথে বাংলাভিশনের সংবাদে যে স্ক্রিনশট দেখানো হয়েছে তার পার্থক্য হচ্ছে পোস্টকারীর অ্যাকাউন্ট প্রোফাইল পিকচারে। কারণ, গত ২৮ নভেম্বর এই পোস্ট করার  পরবর্তী সময়ে রাত ১০টা ০২ মিনিটে তার প্রোফাইল পিকচার আপডেট করেন।

এছাড়াও, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে এই বিষয়ে করা আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Asif Mahmud (Facebook)

এই পোস্টে তিনি লিখেন, ‘আমি উপদেষ্টা আসিফ মাহমুদ নই। ভেরিফাই না করে মিডিয়াগুলো কেন নিউজ করেন জানিনা। BanglaVision Please remove your news regarding Advisor Asif Mahmud. We are two different persons.’

উক্ত ফেসবুক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে জানা যায়, তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি (ইঞ্জিনিয়ার) করেছেন। তিনি একজন লেখক।

সুতরাং, আসিফ মাহমুদ নামের ভিন্ন ব্যক্তির ফেসবুক পোস্টকে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট দাবিতে সংবাদ প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img