একাত্তর টিভির ২০ লাখ ফলোয়ার কমে যাওয়ার তথ্যটি গুজব

সম্প্রতি, “একাত্তর টিভি আনফলো করা শুরু হয়ে গেছে। তাদের প্রায় ২০ লাখ ফলোয়ার কমে গেছে।” শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ২০ লাখ ফলোয়ার কমে যাওয়ার তথ্যটি সত্য নয় বরং কোনো প্রকার তথ্য প্রমান ছাড়াই উক্ত দাবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

শুরুতে একাত্তর টিভির ফেসবুক পেজের ডাটা নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার।

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ক্রাউট্যাঙ্গলের সাহায্যে একাত্তর টিভির ফেসবুক পেজের গত ৩০ দিনের ফলোয়ার গ্রোথ দেখে জানা যায়, গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্তু একাত্তর টিভির ফেসবুক ফলোয়ার সংখ্যা কমেনি বরং এ তিনদিনে পূর্বের মতোই একাত্তর টিভির ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ক্রমবর্ধমানই ছিলো।

Screenshot from crowdtangle

এছাড়া, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পরিসংখ্যান ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম সোশ্যাল ব্লেড থেকে পাওয়া গত ৩০ দিনের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, একাত্তর টিভির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৫০১ জন (এই রিপোর্ট লেখা চলাকালীন)। তবে সোশ্যাল ব্লেন্ডে সম্প্রতি একাত্তর টিভির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কমার কোনো তথ্য পাওয়া যায়নি।

Screenshot from Socialblade

সোশ্যাল ব্লেডের পরিসংখ্যান থেকে পাওয়া গত ৩০ দিনের তথ্যানুযায়ী, একাত্তর টিভির টুইটারের ফলোয়ার সংখ্যা ৩৪ হাজার ২১৯ জন (এই রিপোর্ট লেখা চলাকালীন)। গত কয়েক দিনের ফলোয়ার সংখ্যার ডাটা বিশ্লেষণ করে একাত্তর টিভির ফলোয়ার সংখ্যা ২০ লাখ ছিলো এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

Screenshot from Socialblade

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে এটা নিশ্চিত যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও টুইটার কোনো প্লাটফর্মেই একাত্তর টিভির ফলোয়ার কমেনি।

মূলত, সম্প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশো অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতারা। এরই প্রেক্ষিতে একাত্তর টিভির ২০ লাখ ফলোয়ার কমে যাওয়ার দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, একাত্তর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফলোয়ার সংখ্যা ৮.৪ মিলিয়ন(এই রিপোর্ট লেখা চলাকালে)। ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ক্রাউট্যাঙ্গ থেকে তথ্য যাচাই  করে এটা নিশ্চিত যে, ফেসবুকে সম্প্রতি একাত্তর টিভির ফলোয়ার কমেনি। অপরদিকে একাত্তর টিভির ইনস্টাগ্রাম এবং টুইটারের ফলোয়ার সংখ্যা এই দাবি প্রচার হওয়ার আগে থেকেই ২০ লক্ষেরও অনেক কম ছিলো এবং সম্প্রতি ইনস্টাগ্রাম এবং টুইটারেও একাত্তর টিভির ফলোয়ার কমার কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পূর্বেও একাত্তর টিভির ইউটিউব চ্যানলের সাবস্ক্রাইবার কমার ভুয়া দাবিপ্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ২০ লাখ ফলোয়ার কমে গিয়েছে দাবিতে ইন্টারনেটে একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img