৭১ টিভির সাবস্ক্রাইব সংখ্যা নিয়ে গুজব

৭১ টিভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫ মিলিয়ন থেকে কমে এখন ২.৪৩± মিলিয়ন এই রকম একটি তথ্যটি গত দুদিন ধরে কিছু স্ক্রিনশট ব্যবহার করে ফেসবুকের বিভিন্ন আইডি, পেইজ ও গ্রুপ এবং কিছু ভুঁইফোড় অনলাইন পোর্টালে ভাইরাল হচ্ছে।

ফেসবুকে ভাইরাল হওয়া কিছু গুজব

এমন একটি পোস্ট দেখুন এখানে।

ভোরনিউজ নামে একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম দেওয়া হয় “৭১ টিভির ৫ মিলিয়ন সাবস্ক্রাইবারের অধিক ইউটিউব চ্যানেল এখন ২.৪৬ মিলিয়নে।” প্রতিবেদনটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।

ফ্যাক্টচেক

৭১ টিভির সাবস্ক্রাইবার কখনোই ৫ মিলিয়ন ছিল না এবং সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট ৭১ টিভি’ ক্যাম্পেইন এর পূর্বে ৭১ টিভির সর্বশেষ সাবস্ক্রাইবার ছিল ২.৪৯ মিলিয়ন যা টিম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে।

উল্লেখ্য, গত ২ দিন আগে ডাকসুর সাবেক ভিপি নুর তার ফেসবুক পেইজ হতে যখন ৭১ টিভি বয়কটের ঘোষণা দেন তখন তিনি ৭১ টিভির ইউটিউব চ্যানেলের একটি স্ক্রিনশট সংযুক্ত করেছিলেন, সেটিতেও ৭১ টিভির সাবস্ক্রাইবার ২.৪৯ মিলিয়ন দেখা যায়।

৭১ টিভি কর্তৃপক্ষও তাদের সর্বমোট সাবস্ক্রাইবার সংখ্যা সম্পর্কে রিউমর স্ক্যানার টিমকে নিশ্চিত করেছে।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পরিসংখ্যান ও বিশ্লেষণ প্ল্যাটফর্ম সোশ্যাল ব্লেডের তথ্যমতে, বিগত ৩০দিনে একাত্তর টিভি ইউটিউব চ্যানলের সর্বোচ্চ পরিমাণ সাবস্ক্রাইবার ২.৪৯ মিলিয়ন যা গত ১১ই অক্টোবর রেকর্ড হয়। রেকর্ডটি দেখতে এখানে ক্লিক করুন।

মূলত, ৫ মিলিয়ন লেখা কিছু ভুয়া স্ক্রিনশটের মাধ্যমেই ৭১ টিভির সাবস্ক্রাইবার সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ছাড়াও গত ১ দিন আগে ইসলাম বিরোধী কন্টেন্ট প্রচারের অভিযোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ও মাওলানা আহমদ উল্লাহসহ বেশ কয়েকজন ইসলামিক নেতা তাদের ফেইসবুক পেইজ থেকে ‘৭১ টিভিকে’ বর্জনের ঘোষণা দেন এবং প্রতিনিয়ত ৭১ টিভির ইউটিউব সাবস্ক্রাইব সংখ্যা কমছে।

[su_box title=”True or False?” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ৭১ টিভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫ মিলিয়ন থেকে কমে এখন ২.৪৩
  • Claimed By: Facebook Post, Website
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img