ছোট শিশুর কোরআন তিলাওয়াতের ভাইরাল এই ভিডিওটি এডিটেড

সম্প্রতি, একটি মঞ্চে এক ছোট মেয়ের কোরআন তিলাওয়াত শুনে দর্শক এবং বিচারকদের কেউ কান্না করছে, কেউ অবাক হচ্ছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এক ছোট মেয়ের স্টেজে কোরআন তিলাওয়াতের ঘটনা দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় এবং উক্ত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কি ফ্রেম কেটে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘maria ulfah elkamiei’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১৯ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: maria ulfah elkamiei YouTube

ভাইরাল ভিডিওটির সাথে এই ভিডিওটির  সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

এছাড়াও maria ulfah elkamiei নামের ওই ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটির শুরুতেই ডিসক্লেইমার দিয়ে দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনে জানিয়ে দেওয়া হয়, এটি একটি প্যারোডি ভিডিও। তাছাড়া এই চ্যানেলে বিভিন্ন সময় প্রচারিত আরও কিছু প্যারোডি ভিডিও দেখতে পাওয়া যায়।

Screenshot: maria ulfah elkamiei YouTube

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম Express এর ওয়েবসাইটে ২০২২ সালের ২২ মে প্রকাশিত এক প্রতিবেদনে British got talent প্রোগ্রামের একটি ভিডিও’র ব্যাকগ্রাউন্ড এবং অনুষ্ঠানের এক বিচারকের সাথে আলোচিত ভিডিওটির ব্যাকগ্রাউন্ড এবং অনুষ্ঠানের বিচারকের মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot: Express Uk

এবিষয়ে আলোচিত ভিডিওটির সাথে express এ প্রকাশিত ভিডিওটির সাদৃশ্য দেখুন।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, প্রচারিত ভিডিওতে ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব সিমন কাওয়েল এবং ব্রিটিশ অভিনেত্রী অ্যামাণ্ডা হোল্ডেন এর উপস্থিত থাকার দৃশ্যের সাথে ছোট মেয়েটির কোরআন তিলাওয়াতের ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।  

মূলত, সম্প্রতি একটি ছোট মেয়ে স্টেজে কোরআন তিলাওয়াতের একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হয়, ভিডিওটি দেখে উপস্থিত দর্শক এবং বিচারকদের কেউ কান্না করছে, কেউ অবাক হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এটি বাস্তব কোনো ভিডিও নয়। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি এই ভিডিওটি maria ulfah elkamiei নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্যারোডি ভিডিও থেকে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও আজান শোনানোর এডিটেড ভিডিও বাস্তব দাবিতে প্রচার করা হলে সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা একটি এডিটেড ভিডিওকে এক ছোট মেয়ের কোরআন তিলাওয়াতের বাস্তব ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img