সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল বিদেশে অবস্থিত দলটির নেতাকর্মীদের ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রদ্রোহী অভিহিত করে একটি ভিডিওবার্তা প্রচার করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে কথিত সায়েমা ওয়াজেদ পুতুলকে বলতে শোনা যায়, “আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছেন, তারা ভুলে যেয়েন না এটা রাষ্ট্রদ্রোহীতা। জুলাই আন্দোলনে ২০০০-এর উপর মানুষ হত্যা করেছেন, ৩০০ মানুষকে স্থায়ীভাবে বিকলাঙ্গ করেছেন। লক্ষ কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগ দলটাকে ধ্বংস করে বিদেশে গিয়ে আনন্দে জীবন যাপন করছেন। আর দেশের নেতাকর্মীদের বলছেন আন্দোলন করতে। আপনারা আসলে এই দলটাকে কেউ ভালোবাসেন না। সবাই সুবিধাবাদী।”
একই বক্তব্য সম্বলিত আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। যেখানে সায়েমা ওয়াজেদ পুতুলকে একই কথাগুলো একটি পোডিয়ামে দাঁড়িয়ে বলতে দেখা যায়।

সায়েমা ওয়াজেদ পুতুলের ভিডিওবার্তা দাবিতে প্রচারিত ভিডিওগুলো দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই বক্তব্য সম্বলিত দ্বিতীয় ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল বিদেশে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রকারী কিংবা রাষ্ট্রদ্রোহী অভিহিত করে কোনো ভিডিওবার্তা প্রচার বা বক্তব্য প্রদান করেননি। প্রকৃতপক্ষে, সায়েমা ওয়াজেদ পুতুলের পুরোনো ও ভিন্ন ভিন্ন ঘটনার দুটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তাতে আলোচিত বক্তব্য সম্বলিত ভয়েসওভার যুক্ত করে ভিডিওগুলো তৈরি করা হয়েছে।
সায়েমা ওয়াজেদ পুতুল যদি এমন কোনো বক্তব্য প্রদান করতেন তাহলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশিত হতো। তবে, অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
ভিডিও যাচাই ১
আলোচিত বক্তব্য সম্বলিত সায়েমা ওয়াজেদ পুতুলের ভিডিওবার্তা দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৯ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত বক্তব্য সম্বলিত সায়েমা ওয়াজেদ পুতুলের ভিডিওটির সাথে উক্ত ভিডিওর উল্লেখযোগ্য অংশের মিল রয়েছে। উভয় ভিডিওতেই পুুতুলকে একই পোশাকে দেখতে পাওয়া যায়। তবে ভিডিওটিতে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আলোচিত মন্তব্যগুলো করতে শোনা যায়নি। ভিডিওটি মূলত, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে নারীদের রক্তস্বল্পতায় ভোগা নিয়ে কথা বলতে শোনা যায়। এছাড়াও শিরোনাম থেকে জানা যায়, এটি সেসময় কলম্বোতে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার কিশোরী মেয়ে ও নারীদের রক্তস্বল্পতা হ্রাস বিষয়ক আঞ্চলিক সম্মেলনে পুতুলের দেওয়া একটি ভিডিও বার্তা।
এ থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উক্ত ভিডিওটির ফ্রেম ক্রপ করে তাতে পুতুলের ভুয়া ভয়েসওভার যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই ২
দ্বিতীয় ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ভিডিওটির সাথে উক্ত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। উভয় ভিডিওতেই পুতুলকে একই শাড়িতে একই পোডিয়ামে বক্তব্য প্রদান করতে দেখা যায়। এছাড়া ভিডিও দুটোতেই সময় টিভির লোগো রয়েছে। তবে প্রাপ্ত ভিডিওতে তাকে বিদেশে অবস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে মন্তব্য করার পরিবর্তে অটিজম নিয়ে কথা বলতে শোনা যায়। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, উক্ত ভিডিওটিতেও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ওই ভয়েসওভারটি যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল বিদেশে অবস্থিত দলটির নেতাকর্মীদের ষড়যন্ত্রকারী ও রাষ্ট্রদ্রোহী অভিহিত করেছেন দাবিতে প্রচারিত ভিডিওগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- World Health Organization South-East Asia Regional Office Instagram Account Post
- Somoy TV Youtube Channel: শারীরিক প্রতিবন্ধকতা বিষয়ে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রী কন্যা পুতুলের
- Rumor Scanner’s Analysis