রবিবার, ডিসেম্বর 3, 2023
spot_img

আওয়ামী লীগের নেতৃবৃন্দের নতুন নিয়মে মিলাদ পড়ার দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড

আওয়ামী লীগের মিলাদ পড়ার নতুন নিয়ম” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

মিলাদ

যা দাবি করা হচ্ছে

আল্লাহুম্মা ধ্বংসওয়ালা প্রধানমন্ত্রী হাসিনা, ওয়ালা’আলিদ সৈয়দ আশরাফ দেওয়ানবাগি মওলানা। গ্যাসের জন্য রমজান আলীর অফিস ঘেরাও করিল পুলিশেরা তার বউসহ গুলি করে মারিলো। আল্লাহুম্মা ধ্বংসওয়ালা প্রধানমন্ত্রী হাসিনা, ওয়ালা’আলিদ সৈয়দ আশরাফ আটরশির সব মাউলানা।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “আওয়ামী লীগের মিলাদ পড়ার নতুন নিয়ম” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি এডিটেড। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলের ভিডিওতে ভিন্ন অডিও যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘Md Hamid’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০১৯ সালের ৪ জানুয়ারি প্রচারিত লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

ভিডিওটি থেকে জানা যায় সেদিন আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

উক্ত ভিডিওটি শুরুতেই একজন হুজুর বলেন, “উড়ে যাওরে এই আওয়ামী লীগের মিটিং এর হাওয়া উড়ে যাও সোনার মদিনায়। আমাদের সালাম ও দোয়া পৌঁছায় দাও নবিজির রওজায়। ইয়া নবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়া তুল্লাহ ওয়াআলাইকা। উড়ে যাওরে জ্যাকসন হাইটসের হাওয়া, উড়ে যাও সোনার মদিনায়, আমাদের সালাম ও দোয়া পৌঁছায় দাও নবিজির রওজায়, ইয়া নবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়া তুল্লাহ ওয়াআলাইকা।”

‘Ruposhi Bangla রূপসী বাংলা’ নামক ফেসবুক পেজেও ২০১৯ সালের ৪ জানুয়ারি একই ভিডিও প্রচারিত হয়।

অর্থাৎ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে পঠিত দুরুদের ভিডিওর আসল অডিওর স্থলে অন্য অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে প্রচার করা হচ্ছে।

মূলত, ২০১৯ সালের ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে একজন হুজুর আওয়ামী লীগের সাথে সমন্বয় করে দুরুদ পাঠের সময় বলেন, “উড়ে যাওরে এই আওয়ামী লীগের মিটিং এর হাওয়া উড়ে যাও সোনার মদিনায়। আমাদের সালাম ও দোয়া পৌঁছায় দাও নবিজির রওজায়। ইয়া নবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়া তুল্লাহ ওয়াআলাইকা। উড়ে যাওরে জ্যাকসন হাইটসের হাওয়া, উড়ে যাও সোনার মদিনায়, আমাদের সালাম ও দোয়া পৌঁছায় দাও নবিজির রওজায়, ইয়া নবি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়া তুল্লাহ ওয়াআলাইকা।” সম্প্রতি সেই দুরুদ পাঠের ভিডিওতে “আল্লাহুম্মা ধ্বংসওয়ালা প্রধানমন্ত্রী হাসিনা, ওয়ালা’আলিদ সৈয়দ আশরাফ দেওয়ানবাগি মওলানা। গ্যাসের জন্য রমজান আলীর অফিস ঘেরাও করিল পুলিশেরা তার বউসহ গুলি করে মারিলো। আল্লাহুম্মা ধ্বংসওয়ালা প্রধানমন্ত্রী হাসিনা, ওয়ালা’আলিদ সৈয়দ আশরাফ আটরশির সব মাউলানা।” শীর্ষক ভিন্ন অডিও ডিজিটাল প্রযুক্তির সাহায্যে যুক্ত করে প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, পূর্বে ইন্টারনেটে  বিএনপিকে সমালোচনা করে দেওয়া ওবায়দুল কাদেরের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হলে সে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০১৯ সালে কর্তৃক সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজিত দোয়া মাহফিলে পাঠকৃত দুরুদ এর স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে ভিন্ন অডিও যুক্ত করে প্রচার করা হচ্ছে; যা বিকৃত।

 তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img