সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজধানীতে বিক্ষোভ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজধানীতে কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোটা আন্দোলন বিরোধী মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Golpe Khobor’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১১ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর প্রথম সারির ব্যক্তিদের সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটি আশেপাশের ভবন ও অবকাঠামোর সূত্র ধরে গুগল ম্যাপ ব্যবহার করে নিশ্চিত হওয়া যায়, ঘটনাস্থলটি ফুলার রোডের ইন্ডিপেন্ডেন্স ম্যুরাল এলাকা।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ১১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কোটাবিরোধী আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম সচল রাখা এবং কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে ২০২৪ সালের ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ছাত্রলীগ। মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রোকেয়া হল হয়ে এখন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এর আগে দুপুর থেকেই মধুর ক্যান্টিনে জড়ো হতে শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মধুর ক্যান্টিন।
পরবর্তীতে, জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবিলম্বে ক্লাস-পরীক্ষায় ফেরার আহ্বান জানানো হয়। ‘শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে’ এই সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিলের নয়।
সুতরাং, ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোটা আন্দোলন বিরোধী মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রাজধানীতে বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Golpe Khobor – Youtube Video
- Somoynews.tv – ঢাবিতে ছাত্রলীগের মিছিল
- Prothom Alo – কোটাবিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে: ছাত্রলীগ