অনন্ত-রাধিকার বিয়েতে সালমান খানের সাথে এই ছবিতে ঐশ্বরিয়া ছিলেন না

প্রায় সাত মাসের জাঁকজমকপূর্ণ ও অত্যন্ত ব্যয়বহুল প্রাক-বিবাহ অনুষ্ঠানের পর অবশেষে গত ১২ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি ও ভারতীয় আরেক ধনী ব্যক্তি ভিরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। দীর্ঘ সময় ধরে চলমান এই অনুষ্ঠানে হলিউড বলিউডের শীর্ষ সেলিব্রিটি থেকে শুরু করে খেলাধুলা, ব্যবসা, রাজনীতিসহ নানা ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিবর্গদের তালিকায় দেখা যায় বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় সেলিব্রিটি সালমান খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকেও। আর এরই প্রেক্ষিতে অনন্ত-রাধিকার বিয়েতে সালমান খানের সাথে একটি ছবিতে দেখা যায় ঐশ্বরিয়াকে শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উক্ত ছবিটিকে বাস্তব দাবিতে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো

সামাজিক যোগাযোগ মাধ্যমেও উক্ত ছবি ব্যাপকভাবে প্রচার করা হয়। অর্পিতার ছবি মুছে বা অর্পিতার ছবি ছাড়াও বাংলাদেশি নানা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ফ্রেমে সালমান খান ও ঐশ্বরিয়ার ছবি প্রচার করা হয়। 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অনন্ত-রাধিকার বিয়েতে সালমান খানের সাথে এই ছবিতে ঐশ্বরিয়া ছিলেন না, বরং সম্পাদনার মাধ্যমে ঐশ্বরিয়াকে ছবিটিতে বসানো হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই উক্ত ছবি বেশি ছড়াতে লক্ষ্য করা যায়। কিন্তু, কোথাও ছবিটির ফটোগ্রাফার, সময় কিংবা প্রাসঙ্গিক কোনো তথ্যের সূত্র উল্লেখ করা হয়নি। অধিকতর অনুসন্ধানে দ্য সিয়াসাত ডেইলি নামের ভারতীয় একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে উক্ত বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে তারা জানায়, এটি কোনো আসল ছবি নয়, বরং ফটোশপ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সহযোগিতায় কোনো ভক্তের বানানো একটি ছবি যার কোনো আসল অস্তিত্ব নেই। 

তবে ছবি স্টোরেজ সংক্রান্ত প্রতিষ্ঠান গেটি ইমেজেসে সালমান খান ও অর্পিতার একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবিটির কোণ, অভিব্যক্তি, ব্যক্তির অবস্থান সবকিছুর সাথে প্রচারিত ছবিটির সাথে মিল পাওয়া যায়, যা প্রাথমিকভাবে নিশ্চিত করে উক্ত ছবিটিই ব্যবহার করে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি প্রচার করা হচ্ছে। 

Comparison : Rumor Scanner

গেটি ইমেজেসে প্রাপ্ত ছবিটির বর্ণনা পড়লে জানা যায়, গত ১২ জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের লগ্নবিধিতে সালমান খান এবং অর্পিতা খান উপস্থিত হলে তখনকার সময়ে তোলা ছবি এটি। ছবিটি তুলেছেন মুম্বাইয়ের ফটোগ্রাফার প্রদীপ গুহ। 

রিউমর স্ক্যানারের পক্ষ থেকে প্রদীপ গুহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সালমান খান ও ঐশ্বরিয়া রাই এর এক ফ্রেমে তোলা প্রচারিত এই ছবিটি ভুয়া।  

এছাড়া, সালমান খান এবং অর্পিতা খানের উক্ত ছবি তুলার সময়কার সময়ের ভিডিও এর অনুসন্ধান করলে Viralbollywood নামের একটি ইউটিউব চ্যানেলে কাঙ্খিত ভিডিওটি পাওয়া যায়। উক্ত ভিডিওতে দেখা যায়, আসল ছবিটি ধারণকৃত সময়ে সালমান খান এবং অর্পিতা খানের আশেপাশেও ঐশ্বরিয়া রাই ছিলেন না।

মূলত, সম্প্রতি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে বলিউড অভিনেতা সালমান খান এবং অভিনেত্রী ঐশ্বরিয়ার একসাথে তোলা ছবি দাবিতে একটি ছবি প্রচারিত হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালমানের সাথে ঐশ্বরিয়ার তোলা ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, প্রযুক্তির সাহায্যে সালমান ও অর্পিতার একটি ছবিতে ঐশ্বরিয়ার ছবি জোড়া দিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

সুতরাং, বলিউড অভিনেতা সালমান খানের সাথে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার তোলা ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img