গত ২৭ নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।
এরই প্রেক্ষিতে কাঁচা হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যাচেষ্টার নাটক সাজাচ্ছে হাসনাত-সারজিস’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘কাঁচা হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যাচেষ্টার নাটক সাজাচ্ছে হাসনাত-সারজিস’ শীর্ষক দাবিতে চ্যানেল ২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, হাসনাত-সারজিসের গাড়ি দুর্ঘটনা ইস্যুতে চ্যানেল ২৪ এর ফেসবুক পেজে গত ২৭ নভেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল ২৪ এর লোগো ব্যবহার করা হয়েছে এবং ও ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২৭ নভেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্রে চ্যানেল ২৪ এর ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত তথ্য সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে গণমাধ্যমেটির ভেরিফাইড ফেসবুক পেজে গত ২৭ নভেম্বর ‘সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে থাকা ‘’কাঁচা হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যাচেষ্টার নাটক সাজাচ্ছে হাসনাত-সারজিসঃ’’ শীর্ষক বাক্যের পরিবর্তে সেখানে ‘সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, চ্যানেল ২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, চ্যানেল ২৪ ব্যতীত অন্যান্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘কাঁচা হাতে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে হত্যাচেষ্টার নাটক সাজাচ্ছে হাসনাত-সারজিসঃ’ শীর্ষক শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Channel 24 Facebook: Post
- Rumor Scanner’s Own Analysis