সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আপত্তিকর ছবি আরো কয়েকটি স্ক্রিনশটের সাথে প্রচার করে দাবি করা হয়েছে, আপত্তিকর উক্ত ছবিটি ইডেন কলেজের সমন্বয়ক ফারিয়া রহমান নামের এক নারীর।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইডেন কলেজের সমন্বয়ক ফারিয়ার আপত্তিকর ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং, অনলাইনে বিদ্যমান ভিন্ন এক নারীর ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ফারিয়ার ছবি দাবিতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, ২০২৩ সালের ১২ আগস্টে রিংকি যাদব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘টেলিগ্রাম ১৮+ লিংকস’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রচারিত একজন নারীর একটি আপত্তিকর ছবি পাওয়া যায়।

উক্ত ছবিটিতে প্রদর্শিত ব্যক্তির পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং অঙ্গভঙ্গির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়, যা থেকে বুঝা যায় যে উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এছাড়া, উক্ত ছবিটি আরো কিছু ওয়েবসাইটেও প্রচার হতে দেখা যায় তবে সংগত কারণে নাম উল্লেখ করা হচ্ছে না।
সুতরাং, ইডেন কলেজের সমন্বয়ক ফারিয়ার আপত্তিকর ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Rinki Yadav – Facebook Post