নেহা কক্করের সাথে শাকিব খানের ছবি দাবিতে এডিটেড ছবি প্রচার

সম্প্রতি, ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কক্করের সাথে বাংলাদেশের নায়ক শাকিব খানের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

নেহা কক্করের সাথে শাকিব

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এছাড়াও, বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী তার ফেসবুক প্রোফাইলের স্টোরিতেও আলোচিত এই ছবিটি শেয়ার করেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নেহা কক্করের সাথে শাকিব খানের ছবিটি বাস্তব নয় বরং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে আরেক ভারতীয় কণ্ঠশিল্পী সেলিম মার্চেন্টের মুখের স্থলে শাকিব খানের মুখের ছবি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের কণ্ঠশিল্পী সেলিম মারচেন্টের ইন্সট্রাগ্রাম প্রোফাইলে গত ৩ ফেব্রুয়ারি প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot: Instagram

ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ছবিটির সাথে উক্ত ছবির মিল রয়েছে। তবে উক্ত ছবিতে শাকিব খানের মুখের স্থলে সেলিম মার্চেন্টের মুখাবয়ব দেখতে পাওয়া যায়। এ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে, যে আলোচিত ছবিটি উক্ত ছবিকে এডিট করে তৈরি করা হয়েছে।

Photo Comparison by Rumor Scanner

এছাড়াও ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, নতুন একটি সিনেমার গান রেকর্ড করার পর সেলিম মার্চেন্ট এবং নেহা কক্কর উক্ত ছবিটি তোলেন। 

মূলত, সম্প্রতি ভারতীয় কণ্ঠশিল্পী সেলিম মার্চেন্ট তার ইন্সটাগ্রাম প্রোফাইলে তার এবং নেহা কক্করের একটি ছবি শেয়ার করেন। পরবর্তীতে, সেই ছবিটিই ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট বা সম্পাদনা করে সেলিম মার্চেন্টের মুখের স্থলে বাংলাদেশী নায়ক শাকিব খানের মুখের ছবি বসিয়ে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কক্করের সাথে বাংলাদেশী নায়ক শাকিব খানের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।

তথ্যসূত্র

  • Salim Merchant Instagram Account: Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img