সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের চুম্বনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “কিসের উপদেশ দেয় যেন মেয়েটা..”৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত সবচেয়ে ভাইরাল ভিডিওটি প্রায় সাড়ে ৭ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারা ও আবদুল হান্নান মাসুদের চুম্বনের ভিডিওটি আসল নয়৷ মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে নির্ভরযোগ্য কোনো বিস্তারিত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলেও কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত ভিডিওটি প্রচার হতে দেখা যায়নি। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও ডা. তাসনিম জারা ও আব্দুল হান্নান মাসুদের চুম্বনের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তবে আলোচিত চুম্বনের ভিডিওটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে পাওয়া না গেলেও, কি ওয়ার্ড অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল নাইনের ইউটিউব চ্যানেল ‘চ্যানেল নাইন জিইসি’তে “জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা নিবেদন” শীর্ষক শিরোনামে গত ০৪ মার্চে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিন্ন কোণ থেকে ধারণকৃত উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত তাসনিম জারা ও আব্দুল হান্নান মাসুদের অবস্থান ও পোশাকের তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। তবে, তাদেরকে চুম্বন করতে দেখা যায়নি।

ভিডিওটি থেকে জানা যায়, গত ০৪ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীরা। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এছাড়াও, ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভি, সময় টিভিসহ আরো একাধিক প্ল্যাটফর্মে নানা কোণ থেকে একইদিনে প্রচারিত উক্ত একই ঘটনার ধারণকৃত দৃশ্যে তাসনিম জারা ও আব্দুল হান্নান মাসুদকে একসাথে একই পোশাকে একইরকম অবস্থানে দেখা যায়। তবে, কোথাও তাদেরকে চুম্বন করতে দেখা যায়নি।
অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর উক্ত কর্মসূচির দৃশ্য থেকে নেওয়া হয়েছে। এবং এআই প্রযুক্তির সহায়তায় উক্ত কর্মসূচির দৃশ্য সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সুতরাং, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া চুম্বনের ভিডিও ডা. তাসনিম জারা ও আবদুল হান্নান মাসুদের চুম্বনের বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Channel Nine GEC – জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা নিবেদন
- Desh TV News – প্রথম কর্মসূচিতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জাতীয় নাগরিক পার্টির
- Somoy TV – জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন