সম্প্রতি গণতন্ত্র মঞ্চের পদযাত্রার একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। ছবিতে পদযাত্রার ব্যানারে ‘মিরপুর-১২ থেকে যার যার বাসা’ শীর্ষক একটি লেখা পরিলক্ষিত হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকই ট্রল বা ব্যঙ্গ করতে দেখা যাচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণতন্ত্র মঞ্চের পদযাত্রার ব্যানার দাবিতে ফেসবুকে প্রচারিত এই ছবিটি এডিটেড। প্রকৃতপক্ষে গণতন্ত্র মঞ্চের সেই পদযাত্রার ব্যানারে নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল উল্লেখ ছিল না।
রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানের মাধ্যমে মূলধারার অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে গত ১৮ জুলাই “আন্দোলনের চাপে সরকার বেসামাল: মান্না” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রার ছবিটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবিতে পদযাত্রার ব্যানারের লেখাটি যাচাই দেখা যায় সেখানে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর-১২ থেকে শুরু হওয়ার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল উল্লেখ করা হয়নি।
গণতন্ত্র মঞ্চের পদযাত্রা নিয়ে গত ১৮ জুলাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নিজস্ব ভেরিফাইড ফেসবুক ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

সেই ভিডিওর গণতন্ত্র মঞ্চের পদযাত্রার ব্যানারেও কোনো গন্তব্যস্থল উল্লেখ ছিল না।
মূলত, গত ১৮ জুলাই ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে মিরপুর-১২ থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা করে গণতন্ত্র মঞ্চ। সম্প্রতি গণতন্ত্র মঞ্চের ঐ পদযাত্রার ছবি দাবি করে ব্যানারে ‘মিরপুর-১২ থেকে যার যার বাসা’ লেখা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, গণতন্ত্র মঞ্চের ঐ পদযাত্রার ব্যানারে মিরপুর-১২ থেকে শুরু হওয়ার কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল উল্লেখ ছিল না। তবে গণমাধ্যম সূত্রে জানা যায়, উক্ত পদযাত্রাটি মিরপুর-১০ এ গিয়ে শেষ হয়েছে।
প্রসঙ্গত, পূর্বেও ফেসবুকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মিছিলের ব্যানার এডিট করে প্রচার হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, গণতন্ত্র মঞ্চের পদযাত্রার ব্যানারে ‘মিরপুর-১২ থেকে যার যার বাসা’ শীর্ষক লেখা উল্লেখ ছিল দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Bdnews24 – আন্দোলনের চাপে সরকার বেসামাল: মান্না
- Zonayed Saki – Facebook Live