সম্প্রতি “নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই” শীর্ষক লেখা সম্বলিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটি মিছিলের ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত “নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই” লেখা সম্বলিত ব্যানারটি এডিটেড অর্থাৎ মূল ব্যানারের ছবি সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ‘Islami Chhatra Andolan Bangladesh’ এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০১৯ সালের ০৫ মে তারিখে প্রকাশিত একটি পোস্টে মূল লেখা সম্বলিত ব্যানারটি খুঁজে পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যায় ব্যানারটিতে “পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে- স্বাগত মিছিল” লেখা রয়েছে।
পাশাপাশি, একই দিনে একধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টে মূল লেখা সম্বলিত ব্যানার খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৯ সালের ৫ মে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (বর্তমানেঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ) একটি মিছিল করেছিলো। উক্ত মিছিলে ব্যবহৃত একটি ব্যানারকে ডিজিটাল পদ্ধতির সহায়তায় বিকৃত/এডিট করে এতে থাকা “পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে- স্বাগত মিছিল” লেখাকে পরিবর্তন করে “নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই” শীর্ষক নতুন একটি লেখা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ডিসেম্বর তারিখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন করে ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’ করা হয়।
সুতরাং, “নবীজীর সুন্নত ছয় বছরের মেয়ে বিয়ে করতে চাই ও নয় বছরে সহবাস করতে চাই” শীর্ষক লেখা সম্বলিত মিছিলের ব্যানারটি এডিটেড।
তথ্যসূত্র
- Islami Shasantantra Chhatra Andolan on Facebook – https://www.facebook.com/iscabd91/posts/2137630739626097
- ইউসুফ পিয়াস on Facebook – https://www.facebook.com/story.php?story_fbid=2367000663584814&id=100008247108892
- Hussain Ahmed Raju on Facebook – https://www.facebook.com/story.php?story_fbid=141318236991038&id=100033385864454
- Jugantor – ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নাম পরিবর্তন