ওবায়দুল কাদের শেখ হাসিনাকে দেশের প্রধান দুই শত্রুর একজন বলে সম্বোধন করেননি

সম্প্রতি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি দেশের প্রধান দুই শত্রুর একজন হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন। 

ভিডিওটি পর্যবেক্ষণ করে ওবায়দুল কাদেরের সদৃশ কণ্ঠে বলতে শোনা যায়, আজকে দেশের প্রধান দুই শত্রু। এক শত্রু শেখ হাসিনা আরেক শত্রু ডেঙ্গু। 

ওবায়দুল কাদের

এই ভিডিও সম্বলিত একটি ফেসবুক পোস্ট (আর্কাইভ) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত ০৬ নভেম্বর রাকিব ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি প্রকাশের পর এখন অবধি প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ ভিডিওটি দেখেছেন। একই সময়ে ভিডিওটি শেয়ার করেছেন প্রায় ১৯০০ মানুষ, রিয়েক্ট পড়েছে ১২ হাজারের অধিক। 

এ সংক্রান্ত আরো একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

একই ভিডিও টিকটকে প্রায় চার লাখ ২০ হাজারের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টেচক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবির ভিডিওর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের প্রধান দুই শত্রুর একজন দাবি করে মন্তব্য করেননি বরং তিনি বলেছেন, দেশের প্রধান দুই শত্রু বিএনপি ও ডেঙ্গু। মূল ভিডিওর অডিওটি সম্পাদিত করে উক্ত দাবির ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভাইরাল ভিডিওতে সময় টিভির লোগো থাকার প্রেক্ষিতে ফেসবুকে সময় টিভির অফিশিয়াল পেজে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়৷ গত ০৯ আগস্ট প্রকাশিত ডেঙ্গুর মতোই ভয়ংকর বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের শীর্ষক শিরোনামের ভিডিওটিতে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় (১৪ সেকেন্ড সময় থেকে), “আজকে দেশের প্রধান দুই শত্রু। এক শত্রু হচ্ছে বিএনপি আরেক শত্রু হচ্ছে ডেঙ্গু।”

Screenshot: Facebook 

অর্থাৎ, ওবায়দুল কাদেরের মন্তব্যে দেশের শত্রু হিসেবে শেখ হাসিনার নাম নয়, উল্লেখ ছিল বিএনপির নাম। 

জাতীয় দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে ওবায়দুল কাদের আলোচিত মন্তব্যটি করেন।

Screenshot: The Daily Star

সেসময় এ বিষয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। দেখুন যুগান্তর, বাংলানিউজ২৪। 

মূলত, গত ১৯ আগস্ট ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, “আজকে দেশের প্রধান দুই শত্রু। এক শত্রু হচ্ছে বিএনপি আরেক শত্রু হচ্ছে ডেঙ্গু।” সম্প্রতি তার এই বক্তব্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে সম্প্রতি প্রচার করা হচ্ছে, তিনি দেশের প্রধান দুই শত্রুর একজন হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন।

সুতরাং, বিএনপি ও ডেঙ্গুকে দেশের প্রধান শত্রু উল্লেখ করে দেওয়া ওবায়দুল কাদেরের মন্তব্যকে সম্পাদনা করে তিনি শেখ হাসিনাকে দেশের প্রধান দুই শত্রুর একজন বলে সম্বোধন করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা এডিটেড বা বিকৃত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img