আজ (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এর প্রেক্ষিতে দেশের একাধিক গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে, ডাকসু নির্বাচনে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

উক্ত দাবির গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা মেইল, বার্তা২৪, বার্তা বাজার, বিডি২৪রিপোর্ট, প্রবাসীর দিগন্ত, বিডি২৪লাইভ, আপন দেশ।
কতিপয় গণমাধ্যম এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে করে সরিয়ে নিয়েছে। এই তালিকায় আছে চ্যানেল২৪, ইনকিলাব, ইত্তেফাক।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোটকেন্দ্রে প্রবেশ করায় নির্বাচনের নিয়ম ভঙ্গ হয়নি বরং, ডাকসুর নির্বাচন আচরণবিধিতে বলা আছে যে প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
এ বিষয়ে অনুসন্ধানে দাবিটির সূত্রপাতের খোঁজে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে আজ সকালে একই দাবিতে ‘নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের সন্ধান মেলে। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হকের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করে, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তির বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ হলেও খবরটির শিরোনামে মন্তব্যটি কোট না করে সিদ্ধান্তমূলক হিসেবে দেওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে পত্রিকাটি খবরটিতে একটি সংশোধনী দেয়। জানায়, ভুল বলেছিলেন রিটার্নিং কর্মকর্তা, নিয়ম ভাঙেননি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল।
অনুসন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ২৯ জুলাই প্রকাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আচরণ বিধিমালা’র ১২ নংয়ে ভোটকেন্দ্রে প্রবেশাধিকার শিরোনামের (খ) নং ধারা থেকে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি প্রার্থীরাও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

অর্থাৎ, ভিপি প্রার্থী আবিদুল ভোটকেন্দ্রে প্রবেশ করে কোনো নিয়ম ভঙ্গ করেননি।
সুতরাং, ডাকসু নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকেছেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান শীর্ষক দাবিটি মিথ্যা।