সম্প্রতি, “এই চিত্রগুলো একটি মানসিক হাসপাতালে মানসিকভাবে বিপর্যস্ত রোগী দ্বারা অঙ্কন করা হয়েছিলো” শীর্ষক শিরোনামে দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত চিত্রগুলো মানসিক হাসপাতালে মানসিকভাবে বিপর্যস্ত রোগী দ্বারা অঙ্কন করা নয় বরং চিত্রগুলো ভিন্ন ভিন্ন দুইজন আর্টিস্টের অঙ্কন করা।
প্রথম ছবি যাচাই
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘najimir’ নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৯ সালের ৮ নভেম্বরে “Ink on 42x30cm paper | 2017 (Sold)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে আলোচিত দুইটি ছবির মধ্যে প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়।
দ্বিতীয় ছবি যাচাই
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘adamrichesart’ নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৯ সালের ১১ মার্চে “This image has been made into an edition of 10 giclee prints, on Somerset velvet enhanced paper 330gsm (42 x 59.4 cm)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে আলোচিত দ্বিতীয় ছবিটি খুঁজে পাওয়া যায়।
উল্লেখ্য যে, উল্লিখিত দুইটি ইন্সটাগ্রাম একাউন্ট দুইজন আর্টিস্টের। তাদের একাউন্টে আলোচিত দুটি ছবি ছাড়াও একই ধরণের অসংখ্য ছবি রয়েছে।
মূলত, Adam Riches এবং Naji Chalhoub নামের দুইজন আর্টিস্টের অঙ্কন করা দুটি চিত্রকে সংগ্রহ করে সেগুলোকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একত্রিত করে চিত্রগুলো একটি মানসিক হাসপাতালে মানসিকভাবে বিপর্যস্ত রোগী দ্বারা অঙ্কন করা হয়েছিলো দাবি করে সামাজিক যোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এছাড়াও, বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিম আলোচিত ছবি দুইটির আর্টিস্টদের সাথে যোগাযোগ করলে তারা দুইজনেই নিশ্চিত করেন ছবি দুইটি তাদের নিজেদের আঁকা এবং তারা কেউ ই মানসিক রোগী নন।
সুতরাং, Naji Chalhoub ও Adam Riches নামের দুইজন আর্টিস্টের অঙ্কন করা দুইটি চিত্রকে প্রযুক্তির সহায়তায় একত্রিত করে চিত্রগুলো একটি মানসিক হাসপাতালে মানসিকভাবে বিপর্যস্ত রোগী দ্বারা অঙ্কন করা হয়েছিলো দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এই চিত্রগুলো একটি মানসিক হাসপাতালে মানসিকভাবে বিপর্যস্ত রোগী দ্বারা অঙ্কন করা হয়েছিলো
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Naji Chalhoub Instagram Post: https://www.instagram.com/p/B4nQftCAgFg/
- Adam Riches Instagram Post: https://www.instagram.com/p/Bu31s8wAk4v/
- Statement of Naji Chalhoub & Adam Riches