সম্প্রতি “ড্রাগনের অস্তিত্ব আছে, এটি একটি ফিলিপাইনের ড্রাগন” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে । আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি কোনো ড্রাগনের নয় বরং এটি ড্রাকো ভোলানস নামের একধরণের টিকটিকির ছবি এবং ড্রাগন নামের প্রাণীটি মূলত কাল্পনিক একটি প্রাণী, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, কনটেন্ট শেয়ারিং ওয়েবসাইট ‘Reddit’ এ ২ বছর পূর্বে “The flying dragon lizard (Draco volans)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটির শিরোনাম থেকে আলোচিত ছবিতে থাকা প্রাণীটির নাম সম্পর্কে জানা যায়।

পরবর্তীতে উক্ত নামের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, প্রাণী বিষয়ক ওয়েবসাইট ‘Animal Diversity’ তে “Draco volans Common Flying Dragon” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের বর্ণনা থেকে আলোচিত প্রাণীটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়।

মূলত, আলোচিত ছবিটি ‘Draco Volans’ নামের এক ধরণের টিকটিকির। এই ধরণের টিকটিকিগুলো সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়াতে পাওয়া যায়। এদের দেখতে কাল্পনিক জীব ড্রাগনের মতো তাই ড্রাগনের ল্যাটিন শব্দ ‘Draco’ এর অনুসরণ করে এদের নাম ‘Draco Volans’ রাখা হয়েছে।
প্রসঙ্গত, ড্রাগন হলো একধরণের কাল্পনিক প্রাণী যা উড়তে পারে এবং মুখ দিয়ে আগুন বের করতে পারে। এই ধরণের প্রাণীর অস্তিত্ব শুধুমাত্র বিভিন্ন পৌরাণিক কল্পকাহিনী এবং বিভিন্ন চলচ্চিত্রে দেখা যায় তবে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই।
সুতরাং, ড্রাকো ভোলানস নামের এক ধরণের টিকটিকির ছবিকে কাল্পনিক প্রাণী ড্রাগনের বাস্তব চিত্র দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ড্রাগনের অস্তিত্ব আছে, এটি একটি ফিলিপাইনের ড্রাগন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Reddit: The flying dragon lizard (Draco volans)
- Animal Diversity: Draco volans
- Britannica: Dragon