পিআর ইস্যুতে জামায়াত-আ. লীগ জোট করবে দাবিতে ডা. শফিকুরকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘পিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী’ শিরোনামে কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এতে দাবি করা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমন মন্তব্য করেছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

‘পিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামীলীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী’ শিরোনামে কালের কণ্ঠ কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতেই আলোচিত ফটোকার্ডটি খতিয়ে দেখা হয়। এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ৭ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে। কিন্তু কালের কণ্ঠের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, ওই তারিখে কিংবা সাম্প্রতিক সময়ে এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি। একইভাবে গণমাধ্যমটির ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো সংবাদ মেলেনি। দেশের অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও এ দাবির সমর্থনে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

পর্যবেক্ষণে ফটোকার্ডটিতে একটি সূক্ষ্ম অসঙ্গতিও ধরা পড়ে। ফটোকার্ডটির শিরোনামের শেষে দাঁড়ি ব্যবহার করা হয়েছে, যা সাধারণত কালের কণ্ঠসহ কোনো মূলধারার গণমাধ্যমের ফটোকার্ডে দেখা যায় না।

Comparison: Rumor Scanner.

অন্যদিকে, ৮ সেপ্টেম্বর কালের কণ্ঠ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, আলোচিত শিরোনামে তারা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের লোগো ও ফটোকার্ডের ডিজাইন সম্পাদনা করে ভুয়া কনটেন্ট ছড়ানো হচ্ছে। গণমাধ্যমটির ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে।

সুতরাং, ‘পিআর না মানলে দাবি মানাতে প্রয়োজনে আওয়ামীলীগের সাথে জোট করবে জামায়াতে ইসলামী’ ‘শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img